নয়াদিল্লিকে আশ্বাস ব্রিটেনের
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কে এস ব্রারের ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তি দিতে কোনও কসুর করা হবে না। চিঠি দিয়ে নয়াদিল্লিকে এমনই আশ্বাস দিল ব্রিটেন।
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কে এস ব্রারের ওপর হামলার ঘটনায় দোষীদের শাস্তি দিতে কোনও কসুর করা হবে না। চিঠি দিয়ে নয়াদিল্লিকে এমনই আশ্বাস দিল ব্রিটেন।
একই সঙ্গে তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে বিদেশমন্ত্রককে নিয়মিত অবগত রাখার আশ্বাসও দিয়েছেন ব্রিটিশ বিদেশ সচিব। গত ৩০ সেপ্টেম্বর লন্ডনে আক্রান্ত হন লেফটেন্যান্ট জেনারেল কে এস ব্রার। অমৃতসরের স্বর্ণমন্দিরে অপারেশন ব্লু স্টারের দায়িত্বে ছিলেন তিনি। লন্ডনের কুইবেক স্ট্রিটে হাইড পার্কের কাছে ব্রারের ওপর হামলা চালায় চার দুষ্কৃতী। ছুরির আঘাতে আহত হন প্রাক্তন এই সেনা অফিসার। ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও তাদের মধ্যে নজনই জামিনে মুক্তি পেয়েছেন।