Brazil Unrest: উত্তাল ব্রাজিল, আগুনে বিক্ষোভে মগ্ন মানুষ! গভীর উদ্বেগ প্রকাশ মোদীর...
Brazil Unrest: প্রাক্তন ব্রাজিল প্রেসিডেন্ট বলসোনারোর সমর্থকেরা তছনছ করে চলেছে ব্রাজিল। বেশ কিছু দিন ধরেই রাজনৈতিক সংকটে উত্তাল হয়ে রয়েছে ব্রাজিল, আগুনে বিক্ষোভে মগ্ন সাধারণের একটা অংশ!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রাক্তন ব্রাজিল প্রেসিডেন্ট বলসোনারোর সমর্থকেরা তছনছ করে চলেছে ব্রাজিল। বেশ কিছু দিন ধরেই রাজনৈতিক সংকটে উত্তাল হয়ে রয়েছে ব্রাজিল, সেখানে আগুনে বিক্ষোভে মগ্ন সাধারণের একটা বড় অংশ! বিক্ষোভের আঁচ আছড়ে পড়ছে সর্বত্র। বাদ যায়নি প্রশাসনিক ভবনও। ব্রাজিলের কংগ্রেস, প্রেসিডেন্টের প্রাসাদ ও সুপ্রিম কোর্টেও হামলা চলেছে। এই হামলার নিন্দা করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। হামলাকারীদের তিনি ‘ফ্যাসিস্ট’ বলেছেন। ব্রাজিলের এই উত্তাল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, গণতন্ত্রের ঐতিহ্যকে সকলের সম্মান করা উচিত।
গতকাল রবিবার দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট জইর বলসোনারোর কয়েকশো সমর্থক এই হামলা চালিয়েছেন বলে জানা গিয়েছে।
হামলা চালাতে বলসোনারো তাঁর সমর্থকদের উসকানি দিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট লুলা। এ অভিযোগ উড়িয়ে দিয়েছেন বলসোনারো।
লুলা বলেছেন, ‘এই ভাঙচুরকারীরা কারা, আমরা তা খুঁজে বের করব। আইনের সমস্ত শক্তি দিয়েই তাঁদের দমন করা হবে।’
হামলার জেরে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় নিরাপত্তা-সংক্রান্ত কেন্দ্রীয় হস্তক্ষেপ ঘোষণা করে ডিক্রি জারি করেছেন লুলা। এই ডিক্রি দেশটির রাজধানীতে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে তাঁর সরকারকে বিশেষ ক্ষমতা প্রদান করেছে। ৩১ জানুয়ারি পর্যন্ত এটি বহাল থাকবে বলে জানা গিয়েছে।
ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা'কে ট্যাগ করে ভারতের প্রধানমন্ত্রী মোদী লিখেছেন-- ব্রাসিলিয়াতে রাষ্ট্রের বিরুদ্ধে এই দাঙ্গা ও ভাঙচুরে ভারত গভীরভাবে উদ্বিগ্ন। গণতন্ত্রের ঐতিহ্যকে সকলেরই সম্মান করা উচিত। ব্রাজিলের কর্তৃপক্ষকে সমর্থন জানাচ্ছি!