Boyfriend Message: আঠারোর কম বয়সী অবিবাহিতরা তাঁদের চিঠি লিখতে পারবেন, ৫৫ বছর আগে লিখেছিলেন দুই কিশোরী!

সেইদিনের সেই কিশোরী এখন বলেন, এটা সত্য, ওই চিঠি নদীতে ভাসিয়ে তিনি কোনো বয়ফ্রেন্ড পাননি। তবে নিজের ৪৯ বছর বয়সে তিনি তাঁর ভালোবাসার মানুষটির দেখা পেয়েছেন।

Updated By: Apr 9, 2022, 07:26 PM IST
Boyfriend Message: আঠারোর কম বয়সী অবিবাহিতরা তাঁদের চিঠি লিখতে পারবেন, ৫৫ বছর আগে লিখেছিলেন দুই কিশোরী!

নিজস্ব প্রতিবেদন: বয়ফ্রেন্ডের খোঁজে চিঠি লিখেছিলেন ১৫ বছরের দুই ব্রিটিশ কিশোরী। সেই চিঠি বোতলে ভরে নদীতে ভাসিয়ে দেন তাঁরা। চিঠিতে লেখা ছিল, যাঁরা এ চিঠি পাবেন, তাঁরা যেন তাঁদের সঙ্গে যোগাযোগ করেন! 

অবশেষে সেই চিঠি পাওয়া গেল। তবে মাঝে পেরিয়ে গেছে দীর্ঘ ৫৫ বছর। বোতলে পুরে দেওয়া চিঠিটি লেখা হয়েছিল ১৯৬৬ সালে। ২ এপ্রিল বোতলটি যুক্তরাজ্যের উত্তর লিঙ্কনশায়ারের হামবার মোহনায় খুঁজে পাওয়া যায়।

কী লেখা ছিল সেই চিঠিতে?

বোতলটি ভালোভাবে সিল করা থাকায় চিঠি প্রায় শুকনো অবস্থাতেই ছিল। চিঠিতে লেখা ওই দুই কিশোরীর বয়স ১৫ বছর। নাম জেনিফার কোলম্যান ও জ্যানেট ব্ল্যাঙ্কলি। তারিখ ৯ আগস্ট ১৯৬৬। বলা হয়েছিল, চিঠি পাওয়ার পর ১৬ বছরের বেশি কিন্তু ১৮ বছরের কম বয়সী অবিবাহিত ছেলেরা তাঁদের চিঠি লিখতে পারবেন।

জানা গিয়েছে, ফেসবুকের দৌলতে কোলম্যানের খোঁজ পাওয়া গিয়েছে। ভিডিওকলের মাধ্যমে তাঁকে সেই চিঠি দেখানোও গিয়েছে। স্কুলের পাট চুকিয়ে কোলম্যান বহু আগেই অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছিলেন। যে বোতলটি খুঁজে পাওয়া গেছে, সেখান থেকে কিছু দূরেই তিনি ও তাঁর বান্ধবী চিঠি ভরা বোতলটি ভাসিয়েছিলেন। সেটি কিছু দূর ভেসে গিয়েছিল। কিন্তু ফিরতি ঢেউয়ে হয়তো কূলের কাছেই চলে আসে। তিনি জানান, বান্ধবী ব্ল্যাঙ্কলির সঙ্গে তাঁর এখন যোগাযোগ নেই। তবে চিঠি পাওয়ার খবর শুনে থাকলে অবশ্যই তিনিও বিস্মিত হবেন।

কোলম্যান আরও বলেন, এটা সত্য, ওই চিঠি নদীতে ভাসিয়ে তিনি কোনো বয়ফ্রেন্ড পাননি। তবে নিজের ৪৯ বছর বয়সে তিনি ভালোবাসার মানুষটির দেখা পেয়েছেন।

আরও পড়ুন: Russia-Ukraine War: যুদ্ধের মধ্যেই স্টাইল স্টেটমেন্টে বদল আনলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট! কী করলেন তিনি?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.