ম্যানহাটান বিস্ফোরণে বং কানেকশন, আটক ১ বাংলাদেশি

ম্যানহাটান বিস্ফোরণে বং কানেকশন। সোমবার সকালে নিউ ইয়র্কের পোর্ট অথরিটি বাস টার্মিনালের এলাকায় বিস্ফোরণ হয়। মাঝারি মাত্রার বিস্ফোরণে চারজন আহত হন। তার মধ্যে আকায়েদ উল্লাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। সন্দেহভাজন আকায়েদ উল্লা একজন ২৭ বছর বয়সী বাংলাদেশি।

Updated By: Dec 12, 2017, 08:55 AM IST
ম্যানহাটান বিস্ফোরণে বং কানেকশন, আটক ১ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদন: ম্যানহাটান বিস্ফোরণে বং কানেকশন। সোমবার সকালে নিউ ইয়র্কের পোর্ট অথরিটি বাস টার্মিনালের এলাকায় বিস্ফোরণ হয়। মাঝারি মাত্রার বিস্ফোরণে চারজন আহত হন। তার মধ্যে আকায়েদ উল্লাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। সন্দেহভাজন আকায়েদ উল্লা একজন ২৭ বছর বয়সী বাংলাদেশি।

আরও পড়ুন : ম্যানহাটনে বিস্ফোরণ, হত ১

বিস্ফোরণে আকায়েদের হাত ও তলপেটে ক্ষত তৈরি হয়েছে। তাকে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতাশ বছরের আকায়েদ IS ভাবাদর্শে অনুপ্রাণিত বলে সন্দেহ। মার্কিন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নিজের তৈরি ডিভাইস দিয়ে পাইপ বোমা বিস্ফোরণ ঘটায় আকায়েদ।

আরও পড়ুন : এলিয়েন কি সত্যিই রয়েছে? নাসার ঘোষণা্ ঘিরে জল্পনা

প্রসঙ্গত, বাস টার্মিনালের মাটির তলায় পাইপে বিস্ফোরণটি ঘটানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সবথেকে বড় বাস টার্মিনাল এটি।

.