Sundarbans: বাংলাদেশের খালে রয়্যাল বেঙ্গল টাইগারের দেহ! কীভাবে মৃত্যু দক্ষিণরায়ের?
Sundarbans: সুন্দরবনের একটি খাল থেকে ভাসমান অবস্থায় মিলল এক রয়েল বেঙ্গল টাইগারের দেহ। দেহটি উদ্ধার করেছেন বনরক্ষীরা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাধারণত উল্টো খবরটিই বেশি পাওয়া যায়। সুন্দরবন এলাকায় বাঘের আক্রমণে মৃ্ত্যু হয়েছে সাধারণ মানুষের। কিংবা মাছ বা মীন বা কাঁকড়া বা মধু সংগ্রহের সময়ে দক্ষিণরায়ের অতর্কিত আক্রমণে প্রাণ গিয়েছে স্থানীয় মানুষের। কিন্তু বাঘের মৃত্যু? হ্যাঁ, সেই খবরই মিলল এবার। তবে কার আক্রমণে মৃত্যু তা পরিষ্কার নয়।
আরও পড়ুন: নিম্নচাপ ও উচ্চচাপের জোড়া ফলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রাজ্যে...
সুন্দরবনের একটি খাল থেকে ভাসমান অবস্থায় মিলল এক রয়েল বেঙ্গল টাইগারের দেহ। দেহটি উদ্ধার করেছেন বনরক্ষীরা।
গতকাল, সোমবার রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালি এলাকার একটি খালে বাঘের ভাসমান দেহ চোখে পড়ে। তারপর, কী ঘটেছে, দেখতে গিয়ে তাঁরা প্রকৃত ব্যাপারটি বুঝতে পারেন। বাঘটির দেহও উদ্ধার করা হয়। বাঘের দেহটিকে আপাতত বন বিভাগের কচিখালি স্টেশন কার্যালয়েই রাখা হয়েছে।
খুলনার বন সংরক্ষক বলেন, বাঘটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। এজন্য প্রাণী সম্পদ বিভাগের সঙ্গে সমন্বয় করে একটি টিমও ইতিমধ্যে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বনের রাজার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
আরও পড়ুন: Human Footprints in Morocco: সবচেয়ে পুরনো মানবপদচিহ্ন? ১ লক্ষ বছরের প্রাচীন হিউম্যান ফুটপ্রিন্টস...
পাশাপাশি, মৃত্যুর কারণ জানার জন্য বাঘটির বয়স-সহ অন্যান্য বিষয়গুলিও বন বিভাগ অনুসন্ধান করবে বলে জানা গিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)