রেলস্টেশনের পর বিস্ফোরণে কেঁপে উঠল রাশিয়ার ট্রলি বাস, মৃত ১০
আরও একবার বিস্ফেরণে কেঁপে উঠল রাশিয়া। এখনও পর্যন্ত ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল ভল্গোগ্রাদে রেল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের পর আজ ফের ভল্গোগ্রাদের ট্রলি বাসে বিস্ফোরণ হয় রাশিয়ায়। গতকাল বিস্ফোরণে ১৮ জনের মৃত্যু হয়েছিল। বিস্ফোরণের সোচিতে শীতকালীন অলিম্পিক নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
আরও একবার বিস্ফেরণে কেঁপে উঠল রাশিয়া। এখনও পর্যন্ত ঘটনায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল ভল্গোগ্রাদে রেল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণের পর আজ ফের ভল্গোগ্রাদের ট্রলি বাসে বিস্ফোরণ হয় রাশিয়ায়। গতকাল বিস্ফোরণে ১৮ জনের মৃত্যু হয়েছিল। বিস্ফোরণের সোচিতে শীতকালীন অলিম্পিক নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলতে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গতকাল রাশিয়ার ভল্গোগ্রাদ রেলস্টেশনে ব্ল্যাক উইডো নামে পরিচিত আত্মঘাতী মহিলা জঙ্গি হামলা চালায়। ঘটনায় মৃত মহিলা জঙ্গির মাথা উদ্ধার হল স্টেশন থেকে ২ কিলোমিটার দূরে। স্থানীয় সূত্রে ক্যজ মৃতের সংখ্যা ১৮। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। মস্কো থেকে মাত্র নশো কিলোমিটার দূরে ভলগোগ্রাদ।
আর ছয় সপ্তাহ পরেই মস্কোর কাছে সোচিতে শুরু হবে শীতকালীন অলিম্পিক। তার আগে এই বিস্ফোরণের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। গত অক্টোবরেও একই রকম আত্মঘাতী বিস্ফোরণ হয়েছে ভলগোগ্রাদে। সেক্ষেত্রেও বিস্ফোরণ ঘটিয়েছিল এক আত্মঘাতী মহিলা। আজকের বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী দায়স্বীকার করেনি।