রক্ত লাল চাঁদের রূপে মুগ্ধ গোটা বিশ্ব

রক্ত লাল চাঁদের রূপে মুগ্ধ হল গোটা বিশ্ব। উত্তর আমেরিকা থেকে এশিয়া, ইউরোপ থেকে অস্ট্রেলিয়া, চন্দ্র গ্রহণের বিরল দৃশ্য দেখা গেল পৃথিবীর প্রায় প্রত্যেক প্রান্ত থেকেই। কোনও কোনও স্থান থেকে বেশ কিছুক্ষণ পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণের স্বাদ পাওয়া গেল।  

Updated By: Apr 7, 2015, 03:30 PM IST
রক্ত লাল চাঁদের রূপে মুগ্ধ গোটা বিশ্ব

ওয়েব ডেস্ক: রক্ত লাল চাঁদের রূপে মুগ্ধ হল গোটা বিশ্ব। উত্তর আমেরিকা থেকে এশিয়া, ইউরোপ থেকে অস্ট্রেলিয়া, চন্দ্র গ্রহণের বিরল দৃশ্য দেখা গেল পৃথিবীর প্রায় প্রত্যেক প্রান্ত থেকেই। কোনও কোনও স্থান থেকে বেশ কিছুক্ষণ পূর্ণগ্রাস চন্দ্র গ্রহণের স্বাদ পাওয়া গেল।  

মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঞ্চল থেকে স্পষ্ট দেখা মিলেছে এ বছরের প্রথম চন্দ্র গ্রহণের।

সোমবার ভোর রাতে, পৃথিবীর ছায়ায় যখন আসতে আসতে ঢেকে যাচ্ছিল চাঁদ, তখন চন্দ্রপৃষ্ঠের বেশিরভাগ অংশ রক্তলাল রঙে পরিণত হচ্ছিল। প্রায় ১০ মিনিট ধরে চলে এই গ্রহণ। এই শতকের সংক্ষিপ্ততম চন্দ্র গ্রহণ ছিল এটাই।

এই চন্দ্রগ্রহণের পূর্বাভাস ছিল আগেই। যেখান যেখান থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা ছিল, সেখানে নির্ধারিত সময়ের বহু আগে থেকেই জড় হতে শুরু করেন সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর মাত্র ১০ মিনিটের জন্য রক্তলাল চাঁদের দর্শন পেয়ে তাই হতাশ অনেকেই।

 

.