পাকিস্তানে বিস্ফোরণ, মৃত ৪৭
পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে কুয়েটা অঞ্চলে শক্তিশালী বিস্ফোরণে এখনও পর্যন্ত ৪৭ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন প্রায় ২০০ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় পুলিস অফিসার ওয়াজির নাজির এই কথা জানিয়েছেন। বিস্ফোরণটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে ঘটানো হয়েছে বলেও জানান নাজির।
পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে কুয়েটা অঞ্চলে শক্তিশালী বিস্ফোরণে এখনও পর্যন্ত ৪৭ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন প্রায় ২০০ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় পুলিস অফিসার ওয়াজির নাজির এই কথা জানিয়েছেন।
বিস্ফোরণটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে ঘটানো হয়েছে বলেও জানান নাজির।
তিনি এই বিস্ফোরণকে জাতিগত হামলা বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন "শিয়া সম্প্রদায়কে লক্ষ্য করেই হামলাটি হয়।"
বালুচিস্তান অঞ্চলের রাজধানী কুয়েতা আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী শহর। বিচ্ছিন্নতাবাদী ও জাতিগত হামলা এখানে নতুন নয়। গত মাসেই শহরের শিয়া প্রধান অঞ্চলে একটি জনবহুল স্নুকার ক্লাবে বিস্ফোরণে ৯০ জন প্রান হারান। নিষিদ্ধ সুন্নি জঙ্গী সংগঠন লস্কর-এ-জাংভি জানুয়ারির হামলার দায় স্বীকার করে।