আরও এক ভারতীয় মুখের সম্ভাবনা বাইডেন ক্যাবিনেটে
ওবামা প্রশাসনের সঙ্গেও বছরছয়েক যুক্ত ছিলেন কিরণ আহুজা।
নিজস্ব প্রতিবেদন: বাইডেন প্রশাসনে এবারে জয়জয়কার ভারতীয়দের। ২০ জানুয়ারির আগে থেকেই এ বিষয়ে নানা খবর শোনা যাচ্ছিল। সামনে আসছিল নতুন নতুন মুখ। তা নিয়ে বিতর্কও দানা বেঁধেছে। যেমন নীরা টন্ডনকে নিয়ে চলছে। এর মধ্য়েই আরও এক ভারতীয়ের নাম ঘোষণা করলেন আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন।
'পার্সোনেল ম্যানেজমেন্ট' দফতরের প্রধান হিসেবে মঙ্গলবার আরও এক ভারতীয় বংশোদ্ভূতের নাম মনোনীত করলেন সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেন (President Joe Biden)। বাইডেন জানালেন, আইনজীবী এবং সমাজকর্মী কিরণ আহুজাকে (Kiran Ahuja) ওই দায়িত্ব দিতে চান তিনি। সব ঠিক থাকলে তিনিই হবেন এই দায়িত্বে আসা প্রথম ভারতীয়।
আরও পড়ুন: দ্রুত বুড়ো হয় ছায়াপথ, জেনে অবাক মহাকাশবিজ্ঞানীরা
বাইডেনের 'হেড অফ দ্য অফিস অফ পার্সোনেল ম্যানেজমেন্ট' (head the Office of Personnel Management/ OPM) পদে আসতে পারেন কিরণ। প্রসঙ্গত, এর আগে বারাক ওবামার OPM-য়েও 'চিফ অফ স্টাফ' হিসাবে কাজ করেছেন আহুজা। এখন অপেক্ষা শুধু সেনেটের (Senate) অনুমোদন। যা পেলেই বাইডেন প্রশাসনে দেখা যাবে এই ভারতীয় বংশোদ্ভূতকে।
কিরণের কর্মজীবন শুরু হয়েছিল আমেরিকার বিচারবিভাগের নাগরিক অধিকার আইনজীবী হিসাবে। ২০০৩ সালে 'ন্যাশনাল এশিয়ান প্যাসিফিক আমেরিকান উইমেন্স ফোরামে'র (National Asian Pacific American Women's Forum) প্রতিষ্ঠার সময় থেকে ২০০৮ পর্যন্ত এগজিকিউটিভ ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন তিনি।
আরও পড়ুন: খবরের জন্য গুগল-ফেসবুককেও এবার ফেলতে হবে গাঁটের কড়ি, আইন অস্ট্রেলিয়ায়