১ লক্ষ গাছ লাগিয়ে ভুটান স্বাগত জানাল রাজপুত্রকে

ভুটানের রাজপরিবারে জন্ম হল রাজপুত্রের। সব থেকে ছোট্ট সদস্যের জন্মকে গাছ লাগিয়ে স্বাগত জানাল গোটা দেশ। বিশ্বের সবথেকে পরিবেশ বান্ধব দেশ হতেই এই উদ্যোগ নিল ভুটান।

Updated By: Mar 16, 2016, 06:11 PM IST
১ লক্ষ গাছ লাগিয়ে ভুটান স্বাগত জানাল রাজপুত্রকে

ওয়েব ডেস্ক: ভুটানের রাজপরিবারে জন্ম হল রাজপুত্রের। সব থেকে ছোট্ট সদস্যের জন্মকে গাছ লাগিয়ে স্বাগত জানাল গোটা দেশ। বিশ্বের সবথেকে পরিবেশ বান্ধব দেশ হতেই এই উদ্যোগ নিল ভুটান।

রাজপরিবারের চিরাগ, 'রয়্যাল বেবি'কে স্বাগত জানানোর অভিনব পদ্ধতি দেখে খুশি ভুটানের রাজা জিগমে কেশর নামগেইল ওয়াংচুং ও রানি জেসুন পেমা। ১ লক্ষ ৮ হাজার গাছের বীজ বপন করা হয়েছে গোটা ভুটান জুড়ে। বৌদ্ধধর্ম মতে, "গাছই হল জীবনদাতা ও জীবনের বেড়ে ওঠার একমাত্র মাধ্যম"। শুধু তাই নয়, "সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুন্দরের প্রতীক হল গাছ", এমনটাই মনে করেন ভুটানের মানুষ। 

.