স্বাগত ১৪২৪! নতুনের আহ্বানে রঙিন বাংলাদেশ

স্বাগত চোদ্দোশো চব্বিশ। এই সুরেই মিলল সব সুর। উত্‍সবে রঙিন বাংলাদেশ। এপার বাংলার একদিন আগেই, মেতে উঠল ওপার বাংলা। পথে মানুষের ঢল। জমজমাট বৈশাখী আড্ডা।

Updated By: Apr 14, 2017, 11:14 PM IST
স্বাগত ১৪২৪! নতুনের আহ্বানে রঙিন বাংলাদেশ

ওয়েব ডেস্ক: স্বাগত চোদ্দোশো চব্বিশ। এই সুরেই মিলল সব সুর। উত্‍সবে রঙিন বাংলাদেশ। এপার বাংলার একদিন আগেই, মেতে উঠল ওপার বাংলা। পথে মানুষের ঢল। জমজমাট বৈশাখী আড্ডা।
   

চৈত্র বিদায়। বৈশাখী বার্তা।  মুখে মুখে, শুভ নববর্ষ। নতুনকে দুহাত বাড়িয়ে আহ্বান। এপারে এবার পনেরই এপ্রিল বাংলা বছর শুরু হলেও, ওপার বাংলা উত্‍সবে-আনন্দে গা ভাসাল একদিন আগে, চোদ্দোতেই। আড়ম্বরে কমতি নেই। ঢাকার রাজপথে মানুষের ঢল। নতুন নতুন জামাকাপড় পরে, শুধু পথে বেরিয়ে পড়ার অপেক্ষা।

বাংলা অ্যাকাডেমির ঠিক করে দেওয়া আধুনিক পঞ্জিকা অনুযায়ী, প্রতিবছর চোদ্দোই এপ্রিলই বাংলাদেশে ঘটা করে নববর্ষ পালন হয়। এবারও তাই জমজমাট উত্‍সব। নতুন বছর। প্রথম দিন। রঙিন মনের ক্যানভাস। পথও তাই উত্‍সবমুখর। (আরও পড়ুন- বাংলা জুড়ে জেলায় জেলায় চড়কের আগুনে স্টান্ট)

.