মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দেওয়ায় বাধা চিন
কূটনৈতিক বিশ্বে ক্রমাগত কোণঠাসা পড়া পাকিস্তানের পাশে ফের দাঁড়াল চিন। রাষ্ট্রসংঘে মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দেওয়ার দাবিতে আপত্তি জানাল বেজিং। আর তাতেই নতুন করে দেখা দিল বিতর্ক।
ওয়েব ডেস্ক : কূটনৈতিক বিশ্বে ক্রমাগত কোণঠাসা পড়া পাকিস্তানের পাশে ফের দাঁড়াল চিন। রাষ্ট্রসংঘে মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী তকমা দেওয়ার দাবিতে আপত্তি জানাল বেজিং। আর তাতেই নতুন করে দেখা দিল বিতর্ক।
ভারতের সেনাঘাটিতে হামলা চালানোর পর থেকেই আন্তর্জাতিক মহলে কোণঠাসা হলে শুরু করে পাকিস্তান। বারবার ভারতের বিভিন্ন জায়গায় জঙ্গি নাশকতায় নাম জরায় জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের। এরপর থেকেই ভারত সহ বেশ কয়েকটি প্রথম সারির দেশের পক্ষ থেকে মাসুদ আজাহারকে সন্ত্রাসবাদী তকমা দেওয়ার দাবি তোলা হয়। এবার সেই পরিস্থিতিতে এবার মাসুদকে সন্ত্রাসবাদী তকমা দেওয়া থেকে আটকালো বেজিং।
এর আগেও মাসুদ আজহারকে নিষিদ্ধ করার আর্জি জানানো হয় ভারতের পক্ষ থেকে। ১৫টি দেশের মধ্যে তখনও বাধা হয়ে দাঁড়ায় চিন। এবারও একই অবস্থান ধরে রাখল তারা।