কড়া নিরাপত্তায় শুরু হয়ে গেল মিউনিখের বিখ্যাত বিয়ার ফেস্টিভ্যাল

অ্যামেচার ক্যামেরায় ধরা পড়ল থাইল্যান্ডে নৌকাডুবির চাঞ্চল্যকর ভিডিও। ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন ভ্রুড লিম নামে এক ব্যক্তি। গতকালই আয়ুত্থায়ায় চাও ফ্রায়া নদীতে ডুবে যায় নৌকাটি। মৃত্যু হয় পনেরো জনের। এখনও নিখোঁজ এগারোজন যাত্রী।

Updated By: Sep 19, 2016, 10:25 PM IST
কড়া নিরাপত্তায় শুরু হয়ে গেল মিউনিখের বিখ্যাত বিয়ার ফেস্টিভ্যাল

ওয়েব ডেস্ক: অ্যামেচার ক্যামেরায় ধরা পড়ল থাইল্যান্ডে নৌকাডুবির চাঞ্চল্যকর ভিডিও। ছবিটি ফেসবুকে পোস্ট করেছেন ভ্রুড লিম নামে এক ব্যক্তি। গতকালই আয়ুত্থায়ায় চাও ফ্রায়া নদীতে ডুবে যায় নৌকাটি। মৃত্যু হয় পনেরো জনের। এখনও নিখোঁজ এগারোজন যাত্রী।

আরও পড়ুন যে তিন নেতাদের কারণে সবথেকে বেশি মানুষ মারা যাচ্ছে রোজ

প্রবল বৃষ্টিতে ভেঙে গেল নদী বাঁধ। ঘটনাটি ঘটেছে চিনের ইউনান প্রদেশের উমাও শহরে। বাঁধ ভাঙার সঙ্গে সঙ্গেই বসতি এলাকায় জল ঢুকে পড়ে। ডুবে যায় চাষের জমি। সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।

কড়া নিরাপত্তায় শুরু হয়ে গেল মিউনিখের বিখ্যাত বিয়ার ফেস্টিভ্যাল। একশো তিরাশি বছরের প্রাচীন এই উত্সব অক্টোবর ফেস্ট নামেই পরিচিত। বিয়ারের প্রথম পিপেটি খুলে ফেস্টিভ্যালের সূচনা করেন মিউনিখের মেয়র। উত্সবে যোগ দিতে মিউনিখে ভিড় জমিয়েছেন পর্যটকরা।

আরও পড়ুন  প্রতিদিন গড়ে দেড় হাজার করে সেলফি তুলছেন এই সেলিব্রেটি!

.