শশী কাপুরের মৃত্যুর খবরে ফুটে উঠল ঋষির মুখ, বাদ পড়লেন না অমিতাভও, দেখুন

বর্ষীয়ান অভিনেতা শশী কাপুরের মৃত্যুর খবর প্রকাশ করে ছবি দেখানো হল ঋষি কাপুরের ছবি। বিবিসির ওই ভুল ছবি থেকে বাদ পড়লেন না বিগ বি-ও। অর্থাত, শশী কাপুরের মৃত্যুর খবর প্রকাশ করে অমিতাভ বচ্চনের ‘কাভি কাভি’ থেকে যেমন ক্লিপিংস দেখানো হল, তেমনি ফুটে উঠল ঋষি কাপুরের মুখও।

Updated By: Dec 6, 2017, 09:10 AM IST
শশী কাপুরের মৃত্যুর খবরে ফুটে উঠল ঋষির মুখ, বাদ পড়লেন না অমিতাভও, দেখুন

নিজস্ব প্রতিবেদন : বর্ষীয়ান অভিনেতা শশী কাপুরের মৃত্যুর খবর প্রকাশ করে ছবি দেখানো হল ঋষি কাপুরের ছবি। বিবিসির ওই ভুল ছবি থেকে বাদ পড়লেন না বিগ বি-ও। অর্থাত, শশী কাপুরের মৃত্যুর খবর প্রকাশ করে অমিতাভ বচ্চনের ‘কাভি কাভি’ থেকে যেমন ক্লিপিংস দেখানো হল, তেমনি ফুটে উঠল ঋষি কাপুরের মুখও।

আরও পড়ুন : শেষ যাত্রায় শশী কাপুর, শ্রদ্ধা জানাতে হাজির বলিউড  

জনপ্রিয় সংবাদ সংস্থার ওই কীর্তি প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়। এবং সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের মুখ পড়ে ওই সংবাদ সংস্থা। বিবিসি-কে এর জন্য ক্ষমা চাইতে হবে বলেও দাবি করা হয় নেটিজেনদের একাংশের তরফে।

দেখুন সেই ভিডিও.. 

 

এদিকে শশী কাপুরের মৃত্যুতে শোক প্রকাশ করতে গিয়ে, সেখানে কংগ্রেস নেতা শশী থারুরের নাম উল্লেখ করা হয়। পরিচালক মধুর ভান্ডারকর ওই ভুল করেন বলে প্রকাশ করা হয় একটি সংবাদ সংস্থার তরফে। যা নিয়েও উত্তাল হয়ে ওঠে টুইটার।

 

.