Bangladesh Woman Murder: বয়সে বড় মহিলার সঙ্গে বারবার 'শারীরিক সম্পর্ক', বিয়ের চাপে প্রেমিক যা করল...

বিয়ের চাপ দেওয়ায় প্রেমিকাকে খুনের অভিয়োগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। হোটেলে নিয়ে গিয়ে ওই মহিলাকে খুনের অভিযোগ উঠেছে। গ্রেফতার অভিযুক্ত।

Updated By: Apr 20, 2022, 08:15 PM IST
Bangladesh Woman Murder: বয়সে বড় মহিলার সঙ্গে বারবার 'শারীরিক সম্পর্ক', বিয়ের চাপে প্রেমিক যা করল...
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: বিয়ের চাপ দেওয়ায় প্রেমিকাকে খুনের অভিয়োগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। হোটেলে নিয়ে গিয়ে ওই মহিলাকে খুনের অভিযোগ উঠেছে। গ্রেফতার অভিযুক্ত।

জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম মিঠুন আলি, বয়স ২৮। মৃতার নাম জয়নব বেগম, বয়স ৪০। পুলিস সূত্রে খবর, তিন মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর মধ্য়েই বারবার শারীরিক সম্পর্কে জড়িয়েছে তারা। এরপর মিঠুনকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন জয়নব বেগম। বিয়ে না করলে সম্পর্কের কথা সকলকে জানিয়ে দেওয়ার হুমকি দেন তিনি।

অভিযোগ, সোমবার জয়নবকে নিয়ে বাংলাদেশের রাজশাহীর লক্ষ্মীপুরে একটা হোটেলে যায় মিঠুন। সেখানে প্রেমিকাকে হত্যা করে সে। হত্যার আগেও অবশ্য শারীরিক সম্পর্কে লিপ্ত হন তারা। ঘটনার তদন্তে নেমে মিঠুনকে গ্রেফতার করেছে পুলিস। তার ঘর থেকে পোশাক এবং জয়নবের মোবাইল উদ্ধার হয়েছে।     

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)     

.