বিএনপির অবরোধ কর্মসূচিতে হিংসা অব্যাহত, বাংলাদেশে মৃত বেড়ে ১৬

হিংসা অব্যাহত বাংলাদেশে। গতকাল থেকে বিরোধী বিএনপির অবরোধ কর্মসূচির জেরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। নানা হিংসাত্মক ঘটনায় আজ ছ-জনের মৃত্যু হয়েছে। অবরোধের সময়সীমা আরও ১২ ঘণ্টা বাড়িয়েছে বিএনপি।      

Updated By: Nov 27, 2013, 11:08 PM IST

হিংসা অব্যাহত বাংলাদেশে। গতকাল থেকে বিরোধী বিএনপির অবরোধ কর্মসূচির জেরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। নানা হিংসাত্মক ঘটনায় আজ ছ-জনের মৃত্যু হয়েছে। অবরোধের সময়সীমা আরও ১২ ঘণ্টা বাড়িয়েছে বিএনপি।      

পাঁচই জানুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচনের ঘোষণার পরই দেশজুড়ে অবরোধ কর্মসূচির ডাক দেয় বিরোধী বিএনপি। মঙ্গল ও বুধবার, তাদের আটচল্লিশ ঘণ্টার অবরোধে হিংসা ছড়িয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আশঙ্কা আরও বেড়েছে বিএনপির নতুন ঘোষণায়। অবরোধ কর্মসূচির সময়সীমা বারো ঘণ্টা বাড়ানোর কথা জানিয়েছে তারা। মঙ্গলবারের পর বুধবারও নানা হিংসাত্মক ঘটনায় দিনভর উত্তপ্ত ছিল বাংলাদেশ।

পুলিসের সঙ্গে বিএনপি সমর্থকদের সংঘর্ষে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আওয়ামি লিগের সঙ্গে বিএনপির সংঘর্ষেও নিহত হয়েছেন দু-দলের সমর্থকরা। আহত হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে নিরাপত্তারক্ষীরা। বিএনপির অবরোধে রেল, সড়ক ও জলপথে যাবতীয় গণ-পরিবহণ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। রেললাইন উপড়ে ফেলা, ট্রেনে-গাড়িতে আগুন লাগানো - বাদ যায়নি কিছুই। বুধবার ধানমণ্ডিতে আওয়ামি লিগের কার্যালয়ে এইসমস্ত হিংসাত্মক ঘটনার জন্য বিএনপিকেই দায়ী করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বদলীয় সরকারের উপস্থিতিতে নির্বাচন করার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। যদিও, বিএনপির দাবি নির্বাচন করতে হবে অরাজনৈতিক, নির্দলীয় সরকারের তত্ত্বাবধানে। ভোট স্থগিত রাখার দাবিতে জামাতের মতো সহযোগী দলগুলিকে নিয়ে রাস্তায় নেমেছে তারা।

.