১২ ঘণ্টার স্নায়ুযুদ্ধের পর জঙ্গি নিকেশে সেনা অভিযান 'শেষ' বাংলাদেশে, ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে জারি হাই অ্যালার্ট

১২ ঘণ্টার টানটান স্নায়ুযুদ্ধ। শেষমেশ ৪৫ মিনিটের সেনা অপারেশনে ৫ জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে বলে অসমর্থিত সূত্রে খবর। যদিও সরকারি তরফে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। কাল রাত সাড়ে ৯টা নাগাদ বাংলাদেশের হাই সিকিউরিটি জোন গুলশান-এর একটি বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। পণবন্দি করা হয় কমপক্ষে ২০ জনকে। যাদের বেশিরভাগই ভিনদেশি নাগরিক।

Updated By: Jul 2, 2016, 10:16 AM IST
১২ ঘণ্টার স্নায়ুযুদ্ধের পর জঙ্গি নিকেশে সেনা অভিযান 'শেষ' বাংলাদেশে, ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে জারি হাই অ্যালার্ট

ওয়েব ডেস্ক : ১২ ঘণ্টার টানটান স্নায়ুযুদ্ধ। শেষমেশ ৪৫ মিনিটের সেনা অপারেশনে ৫ জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে বলে অসমর্থিত সূত্রে খবর। যদিও সরকারি তরফে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। কাল রাত সাড়ে ৯টা নাগাদ বাংলাদেশের হাই সিকিউরিটি জোন গুলশান-এর একটি বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। পণবন্দি করা হয় কমপক্ষে ২০ জনকে। যাদের বেশিরভাগই ভিনদেশি নাগরিক।

বিভিন্ন সংবাদমাধ্যম ও বেরসকারি সূত্রে খবর, ১২ জন পণবন্দিকে জঙ্গিদের হাত থেকে মুক্ত করা সম্ভব হয়েছে। উদ্ধার করা হয়েছে ৫টি মৃতদেহ। তবে, সেই মৃতদেহগুলি কাদের? জঙ্গিদের নাকি পণবন্দিদের? সে সম্বন্ধে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবর, একজন জঙ্গিকে জীবিত অবস্থায় ধরা হয়েছে। চলছে ব্যাপক তল্লাশি। অন্যদিকে, সংবাদ সংস্থা AFP জানিয়েছে,

এদিকে, পড়শি দেশে ভয়াবহ জঙ্গি নাশকতার জেরে উদ্বিগ্ন নয়াদিল্লি। বিএসএফ-এর DG-র সঙ্গে কথা বলেছেন স্বরাষ্টমন্ত্রী রাজনাথ সিং। গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। ভারতের সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা। LOC-তে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।

পড়ুন, ১২ ঘণ্টা পার, পণবন্দিদের মুক্ত করতে বাংলাদেশে শুরু কম্যান্ডো অভিযান

.