আজ বিজয় দিবস
আজ ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবস। ন`মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে, ১৯৭১ সালের আজকের দিনেই পাকিস্তানের শাসন থেকে মুক্ত হয়েছিল বাংলাদেশ। বিশ্বের মানচিত্রে মিলেছিল স্বাধীন রাষ্ট্রের মর্যাদা।
আজ ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবস। ন`মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে, ১৯৭১ সালের আজকের দিনেই পাকিস্তানের শাসন থেকে মুক্ত হয়েছিল বাংলাদেশ। বিশ্বের মানচিত্রে মিলেছিল স্বাধীন রাষ্ট্রের মর্যাদা।
সেই থেকে প্রতিবছর এই দিনটিকে বিশেষ ভাবে স্মরণ করেন বাংলাদেশের মানুষ। দেশজু়ড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয় বিজয় দিবস। চলতি বছর বিজয়ের চল্লিশ বছর উদযাপন করছে বাংলাদেশ। তাই এর তাত্পর্য অপরিসীম। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের প্রেসিডেন্ট ডক্টর জিল্লুর রহমান।
সকালে শেরে বাংলা নগরে জাতীয় প্যারেড স্কোয়্যারে একুত্রিশ বার তোপধ্বনী দিয়ে বিজয় দিবসের সূচনা হয়। সুর্যোদয়ের সঙ্গে সঙ্গেই সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বঙ্গভবনে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট গন্যমান্য ব্যক্তিদের সংবর্ধনা দেবেন প্রেসিডেন্ট। অসুস্থতার কারণে প্রেসিডেন্ট আসতে না পারায়, এবছর জাতীয় প্যারেড স্কোয়্যারে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। ক্ষমতাশীন দল আওয়ামি লিগ, প্রধান বিরোধী দল বিএনপি সহ দেশের সবকটি রাজনৈতিক দলই এদিন বিজয় দিবস পালনে বিভিন্ন কর্মসূচি নিয়েছে।