করোনা কেড়ে নিল বাংলাদেশের প্রতিরক্ষা সচিব আবদুল্লাহর প্রাণ
আজ সোমবার সকালে কার্ডিয়াক অ্যারেস্টের পর সাড়ে ৯ টা নাগাদ তিনি পরলোক গমন করেন।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/02/09/174783-picture3.jpg?itok=_rGqEQYp)
![করোনা কেড়ে নিল বাংলাদেশের প্রতিরক্ষা সচিব আবদুল্লাহর প্রাণ করোনা কেড়ে নিল বাংলাদেশের প্রতিরক্ষা সচিব আবদুল্লাহর প্রাণ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/06/29/258249-sheikhhasina1.png)
নিজস্ব প্রতিবেদন: করোনায় আক্রান্ত হয়ে আজ প্রাণ হারালেন বাংলাদেশের প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মহসিন চৌধুরী। কোভিডের কবলে পড়ার পর ঢাকার কম্বাইনড মিলিটারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।
গত ২৯ মে তিনি হাসপাতালে উপসর্গ নিয়ে ভর্তি হন। ৬ জুন তাঁর কোভিড পরীক্ষার পজিটিভ রিপোর্ট আসে। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। ১৮ জুন থেকে তিনি ভেন্টিলেশনে ছিলেন। কিন্তু আজ সোমবার সকালে কার্ডিয়াক অ্যারেস্টের পর সাড়ে ৯ টা নাগাদ তিনি পরলোক গমন করেন।
আরও পড়ুন:গঙ্গার ওপরে ব্রিজ তৈরি করছিল ২ চিনা কোম্পানি, ২,৯০০ কোটির সেই প্রকল্প বাতিল করল কেন্দ্র
৫৭ বছর বয়সী আবদুল্লাহর স্ত্রী, ছেলে ও একটি মেয়ে রয়েছে। এপর্যন্ত বাংলাদেশে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ৩৭ হাজার ৭৮৭। করোনা হানায় এ দেশে মোট প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৩৯ জন।