জামিন পেলেন রজত গুপ্ত

নিউইয়র্কের আদালতে এক কোটি মার্কিন ডলারের বিনিময়ে জামিন পেলেন অনাবাসী ভারতীয় রজত গুপ্ত। আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় ম্যাকিনসের প্রাক্তন শীর্ষকর্তা, গোল্ডম্যান স্যাকস, প্রোক্টর অ্যান্ড গ্যাম্বলের মতো সংস্থার পরিচালন পর্ষদের সদস্য রজত গুপ্ত আত্মসমর্পণ করেন।

Updated By: Oct 26, 2011, 07:12 PM IST

নিউইয়র্কের আদালতে এক কোটি মার্কিন ডলারের বিনিময়ে জামিন পেলেন অনাবাসী ভারতীয় রজত গুপ্ত।
আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় ম্যাকিনসের প্রাক্তন শীর্ষকর্তা, গোল্ডম্যান স্যাকস, প্রোক্টর অ্যান্ড গ্যাম্বলের মতো সংস্থার পরিচালন পর্ষদের সদস্য রজত গুপ্ত আত্মসমর্পণ করেন। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানায়, বুধবার সকালে নিউ ইর্য়কে তাদের দফতরে আত্মসমর্পণ করেন তিনি।
দুর্নীতির অভিযোগে ব্যবসায়ী রাজ রাজারত্নমের কারাদণ্ডের পর থেকেই সন্দেহের তালিকায় চলে আসেন রজত গুপ্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি গোল্ডম্যান স্যাকস ও অন্যান্য কয়েকটি সংস্থার গোপন ব্যবসায়িক তথ্য পাচার করেছিলেন রাজারত্নমকে। তবে তাঁর আইনজীবীর দাবি, শেয়ার বাজারে ফাটকাবাজির সঙ্গে কোনওভাবেই জড়িত নন রজত গুপ্ত। আদতে কলকাতার বাসিন্দা রজত গুপ্ত মার্কিন বাণিজ্যিক দুনিয়ায় খুবই পরিচিত নাম।

.