গন্ডারের নাম দিয়া মির্জা!
বিরল প্রজাতির শেষ সাদা গন্ডার সুদানের যেখানে মৃত্যু হয়, কেনিয়ার সেই সংরক্ষিত অভয়ারণ্য ‘পেজেতা’-তেই বড় হচ্ছে এক বছরের দিয়া।
নিজস্ব প্রতিবেদন: এত দিন ওর কোনও নাম ছিল না। এবার থেকে ওকে ডাকা হবে দিয়া নামে। রাষ্ট্রসংঘের পরিবেশ দূত দিয়া মির্জার নামেই নাম দেওয়া হল এক বছরের ওই গন্ডার শাবকের।
আরও পড়ুন- পৃথিবীতে আর জন্মাবে না সাদা গন্ডার!
গত অক্টোবরে পৃথিবীর আলো দেখে কৃষ্ণাঙ্গ গন্ডারটি। এক বছর পরেও কোনও নাম জোটেনি তার। বলিউড অভিনেত্রী দিয়া মির্জার পরিবেশ দূত হিসাবে অনবদ্য কাজের জন্য তাঁর সম্মানেই গন্ডারের নাম রাখা হয়েছে বলে জানায় কেনিয়ার বন্যপ্রাণ সংরক্ষণ কর্তৃপক্ষ। এর জন্য এক চিঠি দিয়ে দিয়া মির্জাকে ধন্যবাদ জানিয়েছে ওই কর্তৃপক্ষ।
উল্লেখ্য, বিরল প্রজাতির শেষ সাদা গন্ডার সুদানের যেখানে মৃত্যু হয়, কেনিয়ার সেই সংরক্ষিত অভয়ারণ্য ‘পেজেতা’-তেই বড় হচ্ছে এক বছরের দিয়া। এই বিরল সম্মানে সম্মানিত হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় কেনিয়ার বন্যপ্রাণ সংরক্ষণের অতন্দ্র প্রহরী পেজোতা-কে ধন্যবাদ জানিয়েছেন বলি নায়িকাও।
Thank you @OlPejeta for naming this beautiful baby after me!!! It means the world to me. Thank you Richard, Hamid, Sarah, Elodie, Yaqoob and team for this privilege Visit #OlPejetaConservancy, take a pic with Dia and tag me! Win for the wild with @airarabiagroup :) pic.twitter.com/N1JlaHv1FD
— Dia Mirza (@deespeak) July 22, 2018
এর আগেও লখনউয়ের দুই চিতা শাবক অশোক এবং নক্ষত্র-কে দত্তক নিয়েছিলেন দিয়া মির্জা। রাষ্ট্রসংঘের পরিবেশ দূত হওয়ার পর বলিউডের থেকে অন্যান্য সামাজিক কাজে দিয়াকে দেখা গিয়েছে বেশি। তবে, সম্প্রতি এই বলি নায়িকাকে দেখা যায় সঞ্জয় দত্তের আত্মজীবনী-তে। রাজ কুমার হিরানির পরিচালিত সঞ্জু-তে রণবীর কাপুরের বিপরীতে মান্যতার ভূমিকায় অভিনয় করেন দিয়া মির্জা।