"দুই দেশের সম্পর্ক অটল থাকুক", বাজপেয়ীর মৃত্যুতে শোকজ্ঞাপন ইমরানের

'অটল বিহারী বাজপেয়ী একজন উচ্চমার্গের রাজনৈতিক চরিত্র। ভারত পাকিস্তান সম্পর্কের উন্নতিতে বাজপেয়ীর প্রয়াস স্মরণীয়। বিদেশমন্ত্রী থাকাকালীন দু দেশের সম্পর্কের উন্নতিতে দায়িত্ব নিয়েছিলেন তিনি'। 

Updated By: Aug 17, 2018, 04:59 PM IST
"দুই দেশের সম্পর্ক অটল থাকুক", বাজপেয়ীর মৃত্যুতে শোকজ্ঞাপন ইমরানের

নিজস্ব প্রতিবেদন: ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোকজ্ঞাপন পাকিস্তানের হবু প্রধানমন্ত্রীর। দু দেশের সম্পর্কের উন্নতিতে বাজপেয়ীর প্রয়াস স্মরণীয় হয়ে থাকবে। শোকবার্তায় মন্তব্য ইমরান খানের। শপথের আগে ইমরানের মন্তব্য তাত্পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

ধার করে কোর্ট পরলেন ভাবী প্রধানমন্ত্রী ইমরান

ইসলামাবাদে রাজনৈতিক পালাবদল হয়েছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খানের দিকে তাকিয়ে অনেকেই। দু দেশের সম্পর্ক কোন খাতে গড়াবে, জল মাপছে নয়া দিল্লিও। এরই মাঝে বাজেপেয়ীর মৃত্যুতে শোকবার্তা ইমরান খানের। ইমরানের শোকবার্তায় উঠে এল দু দেশের সম্পর্কের উন্নতির প্রসঙ্গ।

শোকবার্তায় ইমরান  
  
অটল বিহারী বাজপেয়ী একজন উচ্চমার্গের রাজনৈতিক চরিত্র। ভারত পাকিস্তান সম্পর্কের উন্নতিতে বাজপেয়ীর প্রয়াস স্মরণীয়। বিদেশমন্ত্রী থাকাকালীন দু দেশের সম্পর্কের উন্নতিতে দায়িত্ব নিয়েছিলেন তিনি। 

ইমরান খান ছাড়াও শোকবার্তা জানিয়েছে ইসলামাবাদ। প্রেস বিজ্ঞপ্তিতে গভীর শোকজ্ঞাপণ করা হয়েছে। অটল বিহারী বাজপেয়ীর আমলে দুদেশের সম্পর্ক নয়া মোড় নেয়। একদিকে চোখে চোখ রেখে কথা বলা, অন্যদিকে অন্যান্য দেশের সঙ্গে সুসম্পর্ক রাখা। পাকিস্তানের ওপর কূটনৈতিক চাপ বজায় রাখার পাশাপাশি বন্ধুত্বের বার্তাও দেন অটল বিহারী বাজপেয়ী। সীমান্তে কড়া জবাবের পাশাপাশি লাহোর বাস পরিষেবাও চালু করেন বাজপেয়ী। 

বাজপেয়ীর শেষকৃত্যে প্রতিনিধি পাঠাচ্ছে পাকিস্তান

ইসলামাবাদের তখতে পরিবর্তন হয়েছে। শনিবার শপথ ইমরানের। সেনার ছত্রছায়ায় নয়া পাক সরকার। তারপরেও ইমরান খান ভারতের প্রতি বন্ধুত্বের বাত বাড়াতে পারবেন? কোটি টাকার প্রশ্নর উত্তরের অপেক্ষায় দুদেশই। তারমাঝে, শপথ গ্রহণের আগে ইমরানের শোকবার্তায় দুদেশের সম্পর্কের উন্নতির প্রসঙ্গ। যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। 

.