মায়ানমারে গত দু'মাসের মধ্যে সব চেয়ে খারাপ দিন, মৃত্যু ৬৪ আন্দোলনকারীর

গত দু'মাসে সেনার গুলিতে প্রায় ৪০০ জন প্রাণ হারিয়েছেন মায়ানমারে।

Updated By: Mar 28, 2021, 05:00 PM IST
মায়ানমারে গত দু'মাসের মধ্যে সব চেয়ে খারাপ দিন, মৃত্যু ৬৪ আন্দোলনকারীর

নিজস্ব প্রতিবেদন: সেনাশাসনের বিরুদ্ধে গত দু'মাস ধরে বিক্ষোভ করে আসছেন মায়ানমারের গণতন্ত্রপন্থী মানুষ। শনিবার সকাল থেকে সেখানে অভ্যুত্থানকারীদের নিয়ন্ত্রণ করতে থাকে সেনা। সকাল থেকে গুলি চলে বলেই অভিযোগ। কমপক্ষে ৬৪ জন প্রাণ হারিয়েছেন। 

এদিন মায়ানমারে (Myanmar) সেনার গুলিতে ১ বালকের মৃত্যুর খবর মিলেছে। এ ছাড়াও মৃতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে বলে খবর।

আরও পড়ুন: আসন্ন জলবায়ুর শীর্ষ সম্মেলনে Modi-কে আমন্ত্রণ Biden-এর

গত দু'মাসে সেনার গুলিতে প্রায় ৪০০ জন প্রাণ হারিয়েছেন মায়ানমারে। এর মধ্যে শনিবারই সব চেয়ে রক্তাক্ত দিন হিসেবে চিহ্নিত হয়ে রইল বলে মত সংশ্লিষ্ট মহলের।

গণতন্ত্র রক্ষার তাগিদে মায়ানমারে সেনা অভ্যুত্থান ঘটানো হয়েছে বলে এর আগে সাফাই দিয়েছিল মায়ানমারের ক্ষমতাসীন জুন্টা নেতৃত্ব। কিন্তু সেনার হাতে অপসারিত সে দেশের জুন্টা-বিরোধী সরকারের মুখপাত্র বলেন, 'দেশের সশস্ত্র বাহিনীর জন্য আজকের দিনটি লজ্জাজনক।'

আরও পড়ুন: ৫০০০ দর্শক নিয়ে কনসার্ট কোভিডেই

.