গ্যাস লিক করে বিস্ফোরণ! ফ্লরিডার শপিং মলে গুরুতর জখম ২১
এই বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। উদ্ধারকাজ চলছে।
নিজস্ব প্রতিবেদন: আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল গোটা শপিং মল! ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লরিডার একটি শপিং মলে। ফ্লরিডার দমকল বিভাগের ডেপুটি চিফ জোয়েল গর্ডন জানান, শনিবার দুপুরের দিকে ঘটা এই বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন অন্তত ২১ জন। এঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গিয়েছে, এই বিস্ফোরণে আগুন ধরে যায় শপিং মলের ভিতরে। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে একটি জিম। তীব্র বিস্ফোরণে উড়ে গিয়েছে শপিং মলের ছাতের একটি অংশ। বিস্ফোরণে শপিং মলের আশপাশের দোকানের জানলার কাচ ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ক্ষতিগ্রস্ত হয়েছে শপিং মলের পার্কিং এলাকার অনেকটা অংশ।
#BREAKINGNEWS: Huge explosion reported in Plantation, Florida. Rescue crews are on the scene. The images are insane: pic.twitter.com/7efQ9GY2Pb
— kendis gibson (@kendisgibson) July 6, 2019
আরও পড়ুন: পাশাপাশি দাঁড়িয়ে একই নম্বরপ্লেটের দুটি সাদা গাড়ি, তদন্তে নামল পুলিস-গোয়েন্দা!
দমকল বিভাগের ডেপুটি চিফ জোয়েল গর্ডন জানান, মলের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ পরীক্ষা করে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে গ্যাস লিক করেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কী ভাবে এই গ্যাস লিক করল, তা খতিয়ে দেখা হচ্ছে। আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। উদ্ধারকাজ চলছে।