Kabul Mosque Explosion: মসজিদে সান্ধ্যপ্রার্থনায় ভয়াবহ বিস্ফোরণে ২০ জনের মৃত্যু, আহত ৪০

এক তালিবান ইন্টেলিজেন্স অফিশিয়াল বলেছেন, ৩৫ জন আহত বা মারা যেতে পারেন। তা বাড়তেও পারে।

Updated By: Aug 17, 2022, 11:46 PM IST
Kabul Mosque Explosion: মসজিদে সান্ধ্যপ্রার্থনায় ভয়াবহ বিস্ফোরণে ২০ জনের মৃত্যু, আহত ৪০

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের কাবুলে বিস্ফোরণ।  বুধবার, ১৭ অগস্ট, সন্ধ্যার নামাজের সময় কাবুলের এক মসজিদে এক বিশাল বিস্ফোরণ ঘটেছে। বুধবার সন্ধ্যার নামাজের সময়ে কাবুলের এক মসজিদে এই বিশাল বিস্ফোরণটি ঘটেছে। এক তালিবান ইন্টেলিজেন্স অফিশিয়াল বলেছেন, ৩৫ জন আহত বা মারা যেতে পারেন। তা বাড়তেও পারে। যদিও পরে প্রাথমিক ভাবে অন্তত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে ওই মসজিদের ইমামও আছেন। আরও অন্তত জনা চল্লিশ আহত বলে খবর। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলেই সংশ্লিষ্ট সব মহলের আশঙ্কা। 

ভয়াবহ ওই বিস্ফোরণে মসজিদের আশপাশের বাড়িরও বিপুল ক্ষতি হয়েছে। দুর্ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুল্যান্স এসে পৌঁছয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

আরও পড়ুন: Fire at Egypt: মিশরের চার্চে ভয়াবহ আগুনে ৪১ জনের মৃত্যু, আহত বহু

কাবুল নিরাপত্তা বিভাগের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, কাবুলের ১৭তম নিরাপত্তা জেলায় ওই বিস্ফোরণ ঘটেছে। তিনি আরও জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। তালিবানের তরফে এখনও মৃতের সংখ্যা নির্দিষ্ট করে বলা হয়নি, জানানো হয়নি ক্ষয়ক্ষতি নিয়েও। তারা দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.