Bangladesh: বদলের বাংলাদেশে এবার ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনা কর্মকর্তারা!
বিজ্ঞপ্তিতে উল্লেখ, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ১২(১) ধারা অনুযায়ী এই ক্ষমতা অর্পণ করা হল।নিয়োগের শর্তে বলা হয়েছে, বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ১৭ (১) ধারা মোতাবেক ক্ষমতাপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বাংলাদেশের সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সেলিম রেজা, ঢাকা: বদলে দিয়েছে বাংলাদেশ! পদ্মপাড়ে এবার ম্যাজিস্ট্রেটের দেওয়া হল সেনাবাহিনীর কর্মকর্তাদের। কতদিনের জন্য়? আপাতত ২ মাস। তবে মেট্রোপলিটন এলাকায় অবশ্য এই ক্ষমতা প্রযোজ্য নয়। বিজ্ঞপ্তি জারি করল জনপ্রশাসন মন্ত্রণালয়।
আরও পড়ুন: Sheikh Hasina: চলতি সপ্তাহেই ভারতে থাকার বৈধ মেয়াদ শেষ, হাসিনার ভাগ্য নিয়ে তুঙ্গে জল্পনা
বিজ্ঞপ্তিতে উল্লেখ, দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ১২(১) ধারা অনুযায়ী এই ক্ষমতা অর্পণ করা হল।নিয়োগের শর্তে বলা হয়েছে, বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ১৭ (১) ধারা মোতাবেক ক্ষমতাপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা বাংলাদেশের সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে বৃহস্পতিবারই ভারতের থাকার মেয়াদ শেষ হচ্ছে শেখ হাসিনার। অর্থাত্ কূটনৈতিক পাসপোর্টের দৌলতে তিনি যে ভারতে ৪৫ দিন থাকতে পারেন তা পূর্ণ হচ্ছে ওইদিন। এখন প্রশ্ন তার পরে কী করবে ভারত।
রাজনৈতিক মহলে প্রশ্ন, শুক্রবার থেকে শেখ হাসিনা কোন আইনের বলে ভারতে থাকবেন। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র জানিয়ে দিয়েছেন, কূটনৈতিক পাসপোর্টের দৌলতে শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ শেষ হলেও তাঁকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা নেই। তাহলে কোন বলে ভারতে থাকবেন শেখ হাসিনা? কোনও কোনও মহলের যুক্তি, হয়তো তিব্বতী ধর্মগুরু দলাই লামার মতো 'সাময়িকভাবে' রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে হাসিনাকে।
আরও পড়ুন: Bangladesh actress: বদলের বাংলাদেশে ছাড় নেই কারও, এবার খুনের কেস দেওয়া হল দুই নামী অভিনেত্রীকে!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)