Pakistan: মৃত পাকিস্তানের পারমাণবিক শক্তির জনক আব্দুল কাদির খান

এই পরমাণু বিজ্ঞানী পাকিস্তানকে (Pakistan) বিশ্বের প্রথম ইসলামী পারমাণবিক শক্তিতে রূপান্তরিত করার জন্য জাতীয় বীর হিসেবে প্রশংসা পেয়েছিলেন। 

Updated By: Oct 10, 2021, 02:01 PM IST
Pakistan: মৃত পাকিস্তানের পারমাণবিক শক্তির জনক আব্দুল কাদির খান

নিজস্ব প্রতিবেদন: "পাকিস্তানের (Pakistan) পারমাণবিক বোমার জনক" হিসেবে পরিচিত আব্দুল কাদির খান (Abdul Qadeer Khan) ৮৫ বছর বয়সে মারা গেছেন। রবিবার মৃত্যু হয় তার। কোভিড ১৯ সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

এই পরমাণু বিজ্ঞানী পাকিস্তানকে (Pakistan) বিশ্বের প্রথম ইসলামী পারমাণবিক শক্তিতে রূপান্তরিত করার জন্য জাতীয় বীর হিসেবে প্রশংসা পেয়েছিলেন। কিন্তু পশ্চিমের দেশগুলি, rogue state নাম পরিচিত দেশগুলিতে, পারমাণবিক প্রযুক্তি চোরাচালানের জন্য তাকে দায়ী করে তাকে বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছিল। সরকারি সংবাদ সংস্থা PTV জানিয়েছে ইসলামাবাদের (Islamabad) KRL হাসপাতালে মৃত্য হয় তার। অগাস্ট মাসে এই হাসপাতালেই ভর্তি হন খান (Abdul Qadeer Khan)। কিছু সপ্তাহ আগে বাড়ি ফিরলেও আবার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খানের (Abdul Qadeer Khan) প্রয়ানে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের (Pakistan) প্রেসিডেন্ট আরিফ আলভী (Arif Alvi)। পাকিস্তানে (Pakistan) মনে করা হয় তিনি পারমানবিক ক্ষেত্রে পাকিস্তানকে চির প্রতিদ্বন্দ্বী ভারতের সমতুল্য করে তুলেছেন এবং দেশের প্রতিরক্ষাকে "দুর্ভেদ্য" করেছেন। 

আরও পড়ুন: Afghanistan: আমেরিকাকে সতর্ক করল তালিবান, সরকারের স্থিতিশীলতা নষ্ট না করার দাবি

কিন্তু ইরান, লিবিয়া এবং উত্তর কোরিয়ার সঙ্গে অবৈধভাবে পারমাণবিক প্রযুক্তি শেয়ার করার অভিযোগে তিনি আন্তর্জাতিক মহলের নিশানায় ছিলেন। বিদেশে নেটওয়ার্ক চালানোর কথা স্বীকার করার পর খানকে (Abdul Qadeer Khan) ২০০৪ সালে রাজধানী ইসলামাবাদে (Islamabad) গৃহবন্দী করা হয়েছিল। আদালত ২০০৯ সালের ফেব্রুয়ারিতে তার গৃহবন্দী থাকার অবসান ঘটায়। কিন্তু খানের (Abdul Qadeer Khan) গতিবিধি কঠোরভাবে নিয়ন্ত্রিত ছিল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.