ফের ভূমিকম্প জাপানে, সুনামির সতর্কতা জারি

২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের কুমামোতো শহর। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭। জারি হয়েছে সুনামির সতর্কতা।

Updated By: Apr 16, 2016, 10:10 AM IST
ফের ভূমিকম্প জাপানে, সুনামির সতর্কতা জারি

ওয়েব ডেস্ক: ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের কুমামোতো শহর। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭। জারি হয়েছে সুনামির সতর্কতা।

আগের ভূমিকম্পের হ্যাঙ্গওভার তখনও কাটেনি। ফের কেঁপে উঠল কুমামোতো শহর। দ্বিতীয় ভূমিকম্পে নতউন করে ভেঙে পড়ে আরও বাড়িঘর, ভেঙে পড়ে একটি হাইওয়ে ব্রিজও। আশঙ্কা করা হচ্ছে প্রায় ১১ জনের মৃত্যু ঘটেছে এই ভুমিকম্পে। আহত হয়েছেন অনেকে। উদ্ধারকার্য চলছে। এখনও ধবংসস্তূপের আটকে রয়েছেন অনেকে। আতঙ্কিত শহরবাসীকে নিরাপদ জায়গায় সরিয়ে এনে সেখানেই তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। তবে নিকটবর্তী ৩টি পাওয়ার প্লান্টে এ পর্যন্ত কোন ক্ষতির খবর নেই।

.