করোনার নতুন স্ট্রেন এবার জাপানেও

তবে স্ট্রেইনটি ব্রিটেন স্ট্রেইনের থেকে আলাদা।

Updated By: Jan 11, 2021, 08:01 PM IST
করোনার নতুন স্ট্রেন এবার জাপানেও

নিজস্ব প্রতিবেদন: করোনার পুরনো স্ট্রেনের সঙ্গে লড়তে লড়তেই ক্লান্ত হয়ে পড়েছে পৃথিবী। এরই মধ্যে নতুন স্ট্রেন মহা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে পৃথিবী জুড়ে। ব্রিটেনে পাওয়া গিয়েছিল করোনার নতুন স্ট্রেন। এবার মিলল জাপানে।

গত কয়েকদিনে ব্রাজিল (Brazil)থেকে একাধিক যাত্রী টোকিয়োয় এসেছেন। তাঁদের মধ্যে চারজনকে বিমানবন্দরেই আটকানো হয়। সকলের শরীরেই করোনা ভাইরাস (corona virus)মিলেছে। বিমানবন্দরেই তাঁদের আইসোলেশনে পাঠানো হয়। 

ওই চারজনের করোনা ভাইরাসের নমুনাই 'ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফেকশাস ডিজিজেস' (National Institute of Infectious Diseases, NIID)-এ পাঠানো হয়েছিল । সংস্থার প্রধান টাকাজি ওয়াকিতা (Takaji Wakita)। সংবাদমাধ্যমকে তিনি জানান, ওই যাত্রীদের শরীরে করোনার নতুন স্ট্রেইন পাওয়া গিয়েছে। তবে স্ট্রেইনটি ব্রিটেন স্ট্রেইনের থেকে আলাদা। এই স্ট্রেইনটিও দ্রুত ছড়িয়ে পড়তে পারে কি না, সে বিষয়ে এখনই কিছু জানাতে পারেননি তিনি। পরীক্ষানিরীক্ষা চলছে।

Also Read: দশ বছরের মধ্যেই লোহিত সাগরতীরে Eco City 'লাইন'

.