গুলি-বোমায় উত্তাল আমেরিকা, ক্যাপিটল বিল্ডিং হামলায় ট্রাম্প সমর্থক-পুলিসের খণ্ডযুদ্ধ
ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালালেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। গুলি, কাঁদানে গ্যাস, বোমার শব্দে কেঁপে উঠল মার্কিন গণতন্ত্রের পীঠস্থান।
![গুলি-বোমায় উত্তাল আমেরিকা, ক্যাপিটল বিল্ডিং হামলায় ট্রাম্প সমর্থক-পুলিসের খণ্ডযুদ্ধ গুলি-বোমায় উত্তাল আমেরিকা, ক্যাপিটল বিল্ডিং হামলায় ট্রাম্প সমর্থক-পুলিসের খণ্ডযুদ্ধ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/01/07/300556-untitled-1.jpg)
নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার কংগ্রেসের যৌথ অধিবেশনে সরকারিভাবে মার্কিন প্রেসিডন্ট ঘোষণা করা হবে জো বাইডেনকে। তার কয়েক ঘণ্টা আগে উত্তাল হয়ে উঠল ওয়াশিংটন ডিসি। মার্কিন কংগ্রেসের ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালালেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। গুলি, কাঁদানে গ্যাস, বোমার শব্দে কেঁপে উঠল মার্কিন গণতন্ত্রের পীঠস্থান।
Whoa: Trump supporters going at it with the police on the steps of the Capitol as Congress counts the Electoral College ballots inside pic.twitter.com/LiQhaa5KkQ
— philip lewis (@Phil_Lewis_) January 6, 2021
বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করায় গুলি চালায় পুলিস। গুলিতে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। ঘটনার জেরে ১২ ঘণ্টার জন্য ট্রাম্পের অ্যাকাউন্ট ব্লক করেছে টুইটার। ঘটনায় ঘুরিয়ে ট্রাম্পের উসকানির দিকেই আঙুল তুলছে জো বাইডেন শিবির।
বুধবারই ট্রাম্প জনসভা করে হুমকি দিয়েছিলেন, আমরা পিছু হটব না। চুরি করে ছিনিয়ে নেওয়া আসন ফিরিয়ে নেব। তার পরই ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার ঘটনা ঘটে। এমন ঘটনা আমেরিকার ইতিহাসে নজিরবিহীন। আন্তর্জাতিক দুনিয়াও সমালোনায় সরব। আমেরিকার বেশ কয়েকটি প্রদেশে ট্রাম্প ও বিডেন সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়েছে।