শুরু হয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ!

শুরু হয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। বারাক ওবামার উত্তরসূরি হিসাবে হোয়াইট হাউসে কাকে দেখতে চান তাঁরা? ডেমোক্র্যাট হিলারি ক্লিন্টন নাকি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প? প্রথা মেনে রাত বারোটায় নিউ হ্যাম্পশায়ারের ছোট্ট গ্রাম ডিক্সভিলে নচের বাসিন্দারা সবার প্রথম ব্যালটে তাঁদের পছন্দের কথা জানালেন। ফলাফল হিলারি চার, ট্রাম্প দুই। সার্বিকভাবে আমেরিকার পূর্বদিকের স্টেটগুলিতে আজ ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে নাগাদ ভোট শুরু হবে। স্থানীয় সময় অনুযায়ী আস্তে আস্তে পশ্চিমাঞ্চলের পোলিং স্টেশনগুলির দরজা খুলবে।

Updated By: Nov 8, 2016, 02:16 PM IST
  শুরু হয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ!

ওয়েব ডেস্ক: শুরু হয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। বারাক ওবামার উত্তরসূরি হিসাবে হোয়াইট হাউসে কাকে দেখতে চান তাঁরা? ডেমোক্র্যাট হিলারি ক্লিন্টন নাকি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প? প্রথা মেনে রাত বারোটায় নিউ হ্যাম্পশায়ারের ছোট্ট গ্রাম ডিক্সভিলে নচের বাসিন্দারা সবার প্রথম ব্যালটে তাঁদের পছন্দের কথা জানালেন। ফলাফল হিলারি চার, ট্রাম্প দুই। সার্বিকভাবে আমেরিকার পূর্বদিকের স্টেটগুলিতে আজ ভারতীয় সময় বিকেল সাড়ে চারটে নাগাদ ভোট শুরু হবে। স্থানীয় সময় অনুযায়ী আস্তে আস্তে পশ্চিমাঞ্চলের পোলিং স্টেশনগুলির দরজা খুলবে।

আরও পড়ুন লজ্জা শুধু নারীর ভূষণ, পুরুষের ভূষণ তো নির্লজ্জ হওয়া!

কাল সকাল সাড়ে আটটা থেকে ফল ঘোষণা শুরু হওয়ার কথা। ভোট শুরুর ঠিক আগে জনমত সমীক্ষা বলছে পপুলার ভোট এবং ইলেক্টোরাল ভোট - দুই হিসাবেই ট্রাম্পের থেকে সামান্য এগিয়ে রয়েছেন হিলারি। এ বারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফ্লোরিডা, মিশিগান, নর্থ ক্যারোলিনা-সহ প্রায় তেরোটি স্টেটকে স্যুইং স্টেট ধরা হচ্ছে। এই স্টেটগুলিতে যিনি শেষ হাসি হাসবেন তাঁর হাতেই হোয়াইট হাউসের চাবি দেখা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন  ইশান্ত কোন পরিবারে বিয়ে করছেন জানেন!

.