ভারত থেকে ব্যবসা গোটাচ্ছে আমাজন?

ভারতে অনলাইন মার্কেটিং এখন প্রতিদিনই 'বিলিয়ন ডে'। কিন্তু হঠাত্‍ ভারতে ব্যবসা না করার সিদ্ধান্ত নিল ই-কর্মাস সাইট আমাজন। সূত্রের খবর 'আইনী জটিলতা' কারণে ব্যাবসা গোটাচ্ছে আমাজন। চিনেও ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

Updated By: Nov 6, 2014, 04:08 PM IST
ভারত থেকে ব্যবসা গোটাচ্ছে আমাজন?
Pic: Thinksotck

ওয়েব ডেস্ক: ভারতে অনলাইন মার্কেটিং এখন প্রতিদিনই 'বিলিয়ন ডে'। কিন্তু হঠাত্‍ ভারতে ব্যবসা না করার সিদ্ধান্ত নিল ই-কর্মাস সাইট আমাজন। সূত্রের খবর 'আইনী জটিলতা' কারণে ব্যাবসা গোটাচ্ছে আমাজন। চিনেও ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

ইন্টারন্যাশানাল বিজনেস টাইমসে প্রকাশ,  মার্কিন নিরাপত্তা ও এক্সচেঞ্জ কমিশনের কড়াকড়ির কারণেই ভারত ও চিনে দীর্ঘমেয়াদী ব্যবসা করা সম্ভব না। তাই সম্পূর্ণরূপে ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিতে চলেছে আমাজন।

এছাড়াও ভারত সরকারের এফডিআই আইনের বেশ কিছু জায়াগা ধূসর হয়ে রয়েছে। অনলাইন ব্যবসায় ভারত সরকারের সঠিক পদক্ষেপ কী, তা নিয়ে বিভ্রান্ত তারা।  এর ফলে খুচরো ব্যবসায় এফডিআইয়ের কোনও আইন ভেঙে বড় রকম ঝুঁকি নিতে চায়না আমাজন কর্তৃপক্ষ।    

 

.