‘এলিয়েনরা রয়েছে আমাদের আশেপাশেই, আমরাই চিনতে পারছি না’
নাসার বিজ্ঞানী কলম্বানোর মতে, এলিয়েনদের কাছে হয়তো এর চেয়ে অনেক উন্নত প্রযুক্তি রয়েছে, যে কারণে সহজেই তারা মানুষের চোখকে ফাঁকি দিতে পারছে।
নিজস্ব প্রতিবেদন: ভিনগ্রহী বা এলিয়েন নিয়ে হলিউডে কম ছবি তৈরি হয়নি। বলিউডও ‘কয়ি মিল গ্যায়া’ ছবির দৌলতে ভিনগ্রহী ‘জাদু’র দেখা পেয়েছে। কিন্তু বাস্তবে ভিনগ্রহীদের অস্তিত্ব বা পৃথিবীতে ভিনগ্রহীদের আসা-যাওয়া নিয়ে বিশ্ব জুড়ে যথেষ্ট বিতর্ক রয়েছে, রয়েছে ধোঁয়াশাও। কিন্তু সেই বিতর্ক বা ধোঁয়াশার উর্ধ্বে উঠে নাসার এক বিজ্ঞানী দাবি করলেন, ভিনগ্রহী বা এলিয়েনরা ইতিমধ্যেই পৃথিবীতে এসে ঘুরে গিয়েছে। আমরাই ওদের দেখতে পাইনি বা চিনতে পারিনি!
নাসার বিজ্ঞানী সিলভানো পি কলম্বানো বলেছেন, “এলিয়েনদের যে ছবি আমরা এত দিন দেখেছি বা কল্পনা করেছি, তার সঙ্গে এলিয়েনদের চেহারা হয়তো আদৌ মেলে না। তাই তারা পৃথিবীতে এসে ঘুরে গেলেও আমরা তাদের দেখতে পাইনি বা দেখেও চিনতে পারিনি।” কলম্বানোর মতে, এলিয়েনরা আমাদের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান। তাদের আকার-আকৃতিও হয়তো অনেক সুক্ষ্ম বা এলিয়ানরা এমন কোনও উপাদানে তৈরি যা হয়তো মানুষ খালি চোখে দেখতে পায় না। এমনও হতে পারে যে, এলিয়েনদের দেখার মতো কোনও প্রযুক্তি হয়তো এখনও পর্যন্ত আবিষ্কারই হয়নি।
শুধু কলোম্বানোই নন, বিজ্ঞানী ম্যাগি আদ্রেইন পোককেরও মত, ভিনগ্রহের প্রাণীরা হয়তো এতটাই অন্য রকম দেখতে যে আমরা তাদের দেখতে পাচ্ছি না। কলোম্বানোর মতে, মানব সভ্যতার বয়স ১০ হাজার বছরের বেশি নয়। বিজ্ঞানের অগ্রগতির ইতিহাসও মাত্র ৫০০ বছরের পুরনো। এলিয়েনদের কাছে হয়তো এর চেয়ে অনেক উন্নত প্রযুক্তি রয়েছে, যে কারণে সহজেই তারা মানুষের চোখকে ফাঁকি দিতে পারছে।