এক দশক পরে লন্ডনের রেলপথে স্টিম ইঞ্জিন
দেখে নিন এক নজরে বিশ্বের তিনটি ভালো খবর।
![এক দশক পরে লন্ডনের রেলপথে স্টিম ইঞ্জিন এক দশক পরে লন্ডনের রেলপথে স্টিম ইঞ্জিন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/02/26/50485-engine26-2-16.jpg)
ওয়েব ডেস্ক: দেখে নিন এক নজরে বিশ্বের তিনটি ভালো খবর।
১) জলবায়ু পরিবর্তনের ওপর নজর রাখতে দুহাজার একুশ সালে মহাকাশে পাঠানো হবে নতুন উপগ্রহ। ভারত এবং আমেরিকা যৌথ ভাবে উপগ্রহ তৈরি করবে। জানিয়েছেন এদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রিচার্ড ভর্মা। উপগ্রহের পাঠানো ছবি এবং তথ্য থেকে সম্ভাব্য প্রাকৃতিক বিপর্যয়ের আগাম ইঙ্গিত মিলবে। দাবি রাষ্ট্রদূতের।
২) জাট-বিক্ষোভে এতদিন অশান্ত ছিল হরিয়ানা। হিংসা এড়াতে নিরাপত্তার কারণে বন্ধ ছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে সেতুবন্ধনকারী সমঝোতা এক্সপ্রেস। কেন্দ্রের আশ্বাসে আপাতত পরিস্থিতি শান্ত। রেল বাজেটের দিনই লাহোর থেকে ১০৭জন যাত্রী নিয়ে আটারি পৌঁছল সমঝোতা এক্সপ্রেস।
৩) এক দশক পরে লন্ডনের রেলপথে স্টিম ইঞ্জিন। ইস্ট কোস্ট লাইন ধরে নীল আকাশে সাদা ধোঁয়া উড়িয়ে দিব্যি ছুটল ফ্লাইং স্কটসম্যান। ইতিহাসের হাতছানিতে কিংস ক্রস স্টেশনে ভিড় ছিল উত্সাহী মানুষের। কু ঝিক ঝিক করতে করতেই পাঁচ ঘণ্টায় দুশো মাইল অতিক্রম করে পৌছল ইয়র্কে। এরপর এই ট্রেনের ঠাঁই হবে ন্যাশনাল মিউজিয়ামে।