ন্যাটোর হাত থেকে আফগানের সুরক্ষা আসতে চলেছে কারজাইয়ের হাতে

২০০১-এর পর ন্যাটোর হাত থেকে আফানিস্তানের সুরক্ষা আসতে চলেছে আফগান সরকারের হাতে। আফগান প্রেসিডেন্ট ঘোষণা করলেন ``আমাদের সুরক্ষার জন্য আমাদের সেনারা নিজেরাই প্রস্তুত।``

Updated By: Jun 18, 2013, 05:00 PM IST

২০০১-এর পর ন্যাটোর হাত থেকে আফানিস্তানের সুরক্ষা আসতে চলেছে আফগান সরকারের হাতে।
আফগান প্রেসিডেন্ট ঘোষণা করলেন ``আমাদের সুরক্ষার জন্য আমাদের সেনারা নিজেরাই প্রস্তুত।``

এক যুগের সংঘাতের অবসানের লক্ষ্যে আফগান সরকারের এক প্রতিনিধি দল তালিবানদের সঙ্গে সম্ভাব্য শান্তি প্রক্রিয়া শুরু করার উদ্দেশে কাতার রওনা হল। আজ আফগান প্রেসিডেন্ট গামিদ কারজাই এই কথা ঘোষণা করেছেন।
এই ঘোষণা আগামীবছর আফগানিস্তান থেকে ১০০,০০০ ন্যাটোর সেনা প্রত্যাহার করার অথ প্রশস্ত করল বলে মনে করা হচ্ছে।
ন্যাটোর হাত থেকে দেশের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করার পূর্বে কারজাই ঘোষণা করলেন ``আমাদের উচ্চ শান্তি কাউন্সিল কাতারে গিয়ে তালিবানদের সঙ্গে কথা বলবে।``
যদিও কারজাইকে আমেরিকার হাতের পুতুল হিসাবে ঘোষণা করে এখনও তালিবানরা আফগান সরকারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে অস্বীকার করেছে।

.