Afghanistan: প্রেসিডেন্ট হাউসের দখল নিয়ে জিমে গা ঘামাচ্ছে Taliban-রা! দেখুন Video
দেশত্যাগের পর আফগান নাগরিকদের উদ্দেশে বার্তা President Ashraf Ghani-র
নিজস্ব প্রতিবেদন: রবিবারই কাবুলের দখল নিয়েছে তালিবান। প্রেসিডেন্ট হাউসও এখন তাঁদের কবজায়। সম্ভবত আগামী এক সপ্তাহের মধ্যে আফগানিস্তানের ক্ষমতা যেতে চলেছে তালিবানদের হাতে। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি ভিডিয়ো। নেটিজেনদের দাবি, প্রেসিডেন্ট হাউসের দখল নেওয়ার পর, জিমে কসরত করছেন তালিবানরা। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি Zee ২৪ ঘণ্টা।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, তালিবান জঙ্গিদের কেউ ট্রেড মিলে হাঁটছে। কেউ বা অন্য কোনও জিম ইনস্টুমেন্টে শরীর চর্চায় ব্যস্ত। বর্তমানে আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশ তাজাকিস্তানে তিনি আশ্রয় নিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। তালিবান এক নেতা জানিয়েছেন, শীঘ্রই আফগানিস্তান ইসলামিক আমিরশাহি ঘোষণা করা হবে।
"Peaky Blinders" in action #Afghanistan #Kabul #TalibanTakesOver #Taliban #PeakyBlinders #workout #gym @ThePeakyBlinder pic.twitter.com/hXS71iCGEW
— Kiran Zaman (@kiranzamank) August 15, 2021
#KabulAfter taking full control of Afghanistan, the Afghan Taliban arrived at the gym club Would you like to work out in the gym with these Afghan brothers ...?#Taliban pic.twitter.com/M7U8UzHi3i
— Global News (@GlobalN69151479) August 15, 2021
দেশত্যাগের পর আফগান নাগরিকদের উদ্দেশে বার্তাও দিয়েছেন আশরফ ঘনি (Afghan President Ashraf Ghani)। তিনি জানান, রক্তপাত এড়াতে দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তালিবানদের (Taliban) তোপ দেগে ঘনি জানান, মানুষের মন জয় করতে অক্ষম তালিবান (Taliban)। তলোয়ার এবং বন্দুকের জোরে শাসন কায়েম করেছে।
আরও পড়ুন: Afghanistan: 'তলোয়ার-বন্দুকের জোরে শাসনে Taliban', দেশত্যাগের পর প্রথম বার্তা Ghani-র
আরও পড়ুন: Afghanistan: পূর্ণ ক্ষমতা চায় তালিবান, ঘোষণা করতে চলেছে আফগানিস্তান ইসলামিক আমিরশাহি