Elon Musk: ম্যানচেস্টার ইউনাইটেড কিনছেন মাস্ক! ট্যুইটে তোলপাড় বিশ্ব
মাস্কের ট্যুইটটি, পোস্ট হওয়ার এক ঘন্টার মধ্যে ১৪০,০০০ লাইক পেয়েছে। অনেকের কাছেই এই ট্যুইট মাস্কের অপ্রীতিকর সোশ্যাল মিডিয়া মিউজিংয় সিরিজে সর্বশেষ সংযোজন বলে মনে করছেন। যদিও এই ট্যুইট করা হয়েছে এমন একটি সময় যখন ওল্ড ট্র্যাফোর্ডে অস্থিরতা চলছে। নতুন ম্যানেজার এরিক টেন হ্যাগ তার প্রথম দুটি প্রিমিয়ার লিগের ম্যাচ হেরেছেন এবং দলের তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মরিয়া দল ছেড়ে চলে যেতে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিলিয়নেয়ার প্রযুক্তি জায়ান্ট এলন মাস্ক বুধবার সকালে ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্তদের মনে উত্তেজনার সৃষ্টি করেছেন। একটি ট্যুইট পোস্ট করে তিনি দাবি করেছেন যে তিনি ম্যানচেস্টার কিনতে চলেছেন। যদিও তিনি পরে স্বীকার করেছেন যে তিনি মজা করেছেন। রেড ডেভিলস সমর্থকরা তাদের বর্তমান মালিক, গ্লেজার পরিবার থেকে মুক্তি পেতে মরিয়া। আগামী সোমবার লিভারপুলের ওল্ড ট্র্যাফোর্ড সফরের আগে আরও বেশি মাত্রায় প্রতিবাদের পরিকল্পনা করা হয়েছে। গ্লেজার পরিবার ২০০৫ সালে তাদের বিতর্কিত টেকওভারের পর থেকে ইউনাইটেডের উপর নিজদের শক্ত দখল বজায় রাখলেও, টেসলা এবং স্পেসএক্সের সিইও মাস্কের মস্করায় আশার ইঙ্গিত পেয়েছেন সমর্থকরা।
Also, I’m buying Manchester United ur welcome
— Elon Musk (@elonmusk) August 17, 2022
মাস্কের এই বিস্ময়কর সোশ্যাল মিডিয়া পোস্টে রেড ডেভিলস ভক্তদের মনে উত্তেজনা এবং জল্পনার জন্ম দিয়েছে। ফোর্বসের তালিকা অনুযায়ী পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ট্যুইটারে লিখেছেন, ‘এছাড়াও, আমি ম্যানচেস্টার ইউনাইটেডকে কিনছি আপনাকে স্বাগতম।’ যদিও কয়েক ঘণ্টা পরে আরও একটি ট্যুইট করে মাস্ক নিশ্চিত করেছেন যে তিনি রসিকতা করছেন। সেই ট্যুইটে তিনি লিখেছেন, ‘না, এটি ট্যুইটারে একটি দীর্ঘ সময় ধরে চলা রসিকতা। আমি কোনো ক্রীড়া দল কিনছি না।’
No, this is a long-running joke on Twitter. I’m not buying any sports teams.
— Elon Musk (@elonmusk) August 17, 2022
মাস্কের ট্যুইটটি, পোস্ট হওয়ার এক ঘন্টার মধ্যে ১৪০,০০০ লাইক পেয়েছে। অনেকের কাছেই এই ট্যুইট মাস্কের অপ্রীতিকর সোশ্যাল মিডিয়া মিউজিংয় সিরিজে সর্বশেষ সংযোজন বলে মনে করছেন। যদিও এই ট্যুইট করা হয়েছে এমন একটি সময় যখন ওল্ড ট্র্যাফোর্ডে অস্থিরতা চলছে। নতুন ম্যানেজার এরিক টেন হ্যাগ তার প্রথম দুটি প্রিমিয়ার লিগের ম্যাচ হেরেছেন এবং দলের তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মরিয়া দল ছেড়ে চলে যেতে।
প্রাক্তন অধিনায়ক গ্যারি নেভিল ইতিমধ্যেই তার প্রিয় ক্লাবকে বিক্রি করার জন্য গ্লাজারদের চাপ দেওয়া শুরু করেছেন। শনিবার ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে হেরে তারা। এর পরে আবারও আমেরিকান পরিবারের মালিকানার সমালোচনা করেছেন নেভিল। নেভিল জনিয়েছেন, ‘আপনি কোনও খেলোয়াড় অথবা ম্যানেজারকে একা দোষ দিতে পারেন না, আপনাকে উপরে দেখতে হবে’।
আরও পড়ুন: Istanbul: ১০ লাখ বই আর ৩০০০ আসন নিয়ে মাথা ঘুরিয়ে দেওয়া গ্রন্থাগার
তিনি আরও বলেন, খেলোয়াড়রা, কোচ, ক্রীড়া বিভাগ, নতুন সিইও সবাইকে অপমানিত হতে হচ্ছে। কিন্তু আমেরিকায় এমন একটি পরিবার আছে যারা তাদের কর্মচারীদেরকে এই অপমান হজম করার জন্য সামনে ঠেলে দিচ্ছে।
ইউনাইটেডের কিংবদন্তি দলের সহ-মালিক জোয়েল গ্লেজারকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসার জন্য এবং সমস্যার সমাধানে সহায়তা করার জন্য আবেদন করেন।