Brazil: অ্যামাজনের জঙ্গলে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১৪; শুরু হল তদন্ত

বিমানটি ছিল একটি EMB-110। এটি একটি একটি টুইন-ইঞ্জিন টার্বোপ্রপ যা ব্রাজিলের বিমান-নির্মাতা এমব্রেয়ার দ্বারা নির্মিত। বিমানটি রাজ্যের রাজধানী মানাউস থেকে বার্সেলোসের উদ্দেশ্যে প্রায় ৯০ মিনিটের উড়ান করছিল।

Updated By: Sep 17, 2023, 09:35 AM IST
Brazil: অ্যামাজনের জঙ্গলে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১৪; শুরু হল তদন্ত
ছবি: ট্যুইটার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার জনপ্রিয় পর্যটন শহর বার্সেলোসে ঝড়ো আবহাওয়ায় অবতরণের চেষ্টা করার সময় ব্রাজিলের আমাজনের জঙ্গলে একটি বিমান ভেঙে পরে। এই ঘটনায় ১৪ জন নিহত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটিতে বিমানে থাকা সকলের মৃত্যু হয়েছে।

ছোট বিমানের পাইলট ভারী বৃষ্টির মধ্যে শহরের দিকে আসছিলেন বলে জানা গিয়েছে। দৃশ্যমানতা কম ছিল এবং তাঁকে অসাবধানতাবশত রানওয়ের মাঝখানে অবতরণ শুরু করতে দেখা গিয়েছে। অ্যামাজনাস রাজ্যের নিরাপত্তা সচিব ভিনিসিয়াস আলমেদা একটি সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন।

আরও পড়ুন: Joe Biden | Hunter Biden: সমস্যায় জো বাইডেন, মাদক সেবন নিয়ে মিথ্যা তথ্য দিয়ে অবৈধ বন্দুক কিনে বিপাকে ছেলে

তিনি বলেন, বিমানটি ল্যান্ডিং স্ট্রিপের বাইরে চলে যায় এবং দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন যাত্রী এবং দুই ক্রু নিহত হয়।

রাজ্য সরকার এক বিবৃতিতে বলেছে, প্রাথমিক তদন্তে ইঙ্গিত দেওয়া হয়েছে যে যাত্রীরা সবাই ব্রাজিলিয়ান যারা মাছ ধরার খেলার জন্য এই অঞ্চলে ভ্রমণ করছিলেন।

গভর্নর উইলসন লিমা সামাজিক মাধ্যম X-এ লিখেছেন, ‘আমাদের দলগুলি ক্র্যাশের মুহূর্ত থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য কাজ শুরু করেছে’।

তিনি আরও লেখেন, ‘নিহতদের পরিবার এবং বন্ধুদের প্রতি আমার সমবেদন এবং প্রার্থনা রয়েছে’।

মিডিয়া রিপোর্টে দেখা গিয়েছে ছোট সাদা প্লেনটি একটি ময়লা ট্র্যাকের উপর রয়েছে এবং এর সামনের প্রান্তটি পাশের ঘন গাছপালাগুলিতে ভেঙে পড়েছে।

বিমানটি ছিল একটি EMB-110। এটি একটি একটি টুইন-ইঞ্জিন টার্বোপ্রপ যা ব্রাজিলের বিমান-নির্মাতা এমব্রেয়ার দ্বারা নির্মিত।

বিমানটি রাজ্যের রাজধানী মানাউস থেকে বার্সেলোসের উদ্দেশ্যে প্রায় ৯০ মিনিটের উড়ান করছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, একই সময়ে বার্সেলোসের কাছে আসা দুটি বিমানকে আবহাওয়ার কারণে মানাউসে ফিরে যেতে হয়েছিল।

ব্রাজিলের বিমান বাহিনী এবং পুলিস দুর্ঘটনার তদন্ত করবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুন: Libya: অবিশ্বাস্য! একটি ঝড়ে ২০০০০ মৃত্যু, নিখোঁজ অসংখ্য! দুর্যোগের রাক্ষুসে থাবার নীচে গোটা শহর...

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল যে বিমানটিতে মার্কিন নাগরিকরা ছিলেন বলে মনে করা হয়েছিল, তবে অ্যামাজনাস কর্মকর্তারা বলেছেন প্রাথমিক তদন্তে ইঙ্গিত দেওয়া হয়েছে যে নিহতরা সবাই ব্রাজিলিয়ান।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মৃতদেহ শনাক্ত করার জন্য রবিবার রাজধানীতে নিয়ে যাওয়া হবে।

এই অঞ্চলে রাতে টেক-অফ এবং অবতরণের অনুমতি নেই বলে তাড়াতাড়ি ভ্রমণ করা অসম্ভব ছিল বলে তারা বলেছে।

আলমেদা বলেছেন তদন্তকারী এবং জরুরী আধিকারিকদের নিয়ে, ‘আগামীকাল সকাল ৫টা নাগাদ একটি সেনাবাহিনীর বিমান মানাউস থেকে উড়ে যাবে’।

তিনি আরও বলেন, ‘আশা করা হচ্ছে আগামীকাল আমরা মৃতদেহগুলি মানাউসে আনতে পারব এবং অবিলম্বে ফরেনসিকের জন্য নিয়ে যেতে পারব এবং তারপর পরিবারের কাছে ছেড়ে দিতে পারব’।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.