খাঁচায় সিংহশাবকের সঙ্গে খেলতে গিয়ে জখম শিশু, ভাইরাল ভিডিও

সৌদি আরবের জেড্ডায় সিংহশাবকের সঙ্গে খেলতে গিয়ে বিপত্তি। 

Updated By: Mar 9, 2018, 08:04 PM IST
খাঁচায় সিংহশাবকের সঙ্গে খেলতে গিয়ে জখম শিশু, ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিবেদন: সিংহ শাবকের সঙ্গে খেলতে গিয়ে বিপত্তি। কোনওক্রমে প্রাণ বাঁচল শিশুর। ঘটনাটি ঘটেছে সৌদি আরবে। 

জেড্ডায় বসন্ত উত্সবে সিংহ শাবকের খাঁচায় পুরে দেওয়া হয় শিশুদের। ওই অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, একটি ৬ মাসের সিংহ শাবকের চারপাশে ঘোরাঘুরি করছে শিশুরা। কারওরই বয়স ১০ বছরের ঊর্ধ্বে নয়। শিশুরা ছাড়া খাঁচায় ছিলেন একমাত্র প্রশিক্ষক।  

খেলার ফাঁকেই ঘটল বিপত্তি। আচমকাই একটি শিশুকে চেপে ধরে সিংহশাবক।চিত্কার জুড়ে দেন অন্য শিশুরা। সিংহশাবকের হাত থেকে ওই শিশুটিকে উদ্ধার করেন প্রশিক্ষক। জখম হয়েছে ওই শিশুটি।

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে বড় বদল! আপনার ইচ্ছামত হবে আইকন

.