পালক মা!

বাঘিনী কাছে নিচ্ছে না নিজের চার শাবককে। তাই মায়ের টাহিদা মেটাতে ওই ব্যাঘ্রশাবকগুলিকে রাখা হয়েছে একটি সারমেয়র কাছে। পূর্ব চিনের এক চিড়িয়াখানায় ওই কুকুরটির দুধ খেয়েই বেঁচে রয়েছে শাবকগুলি।

Updated By: Jun 9, 2012, 12:24 PM IST

বাঘিনী কাছে নিচ্ছে না নিজের চার শাবককে। তাই মায়ের টাহিদা মেটাতে ওই ব্যাঘ্রশাবকগুলিকে রাখা হয়েছে একটি সারমেয়র কাছে। পূর্ব চিনের এক চিড়িয়াখানায় ওই কুকুরটির দুধ খেয়েই বেঁচে রয়েছে শাবকগুলি।
রংশেং চিড়িয়াখানার এই বাঘিনী দিন কুড়ি আগে জন্ম দিয়েছে ৪টি শাবকের। কিন্তু, তারপর থেকেই আনমনা মা। শাবকদের আর ধারেকাছে ঘেঁষতে দেয়নি ও। বাঘিনীর এই আচরণ মুহূর্তেই নজরে আসে চিড়িয়াখানা কর্তৃপক্ষের। সঙ্গে সঙ্গেই মায়ের কাছ থেকে সরিয়ে আনা হয় শাবকদের। কিন্তু, কীভাবে বাঁচিয়ে রাখা যাবে ওদের? মায়ের দুধের ঘাটতি তো মেটার নয়? সমাধানের পথ বাতলালেন চিড়িয়াখানরই এক কর্মী। তাঁর পোশা কুকুরটির কাছে ছেড়ে দেওয়া হল ৪টি ব্যাঘ্রশাবককে। না ওদের দূরে সরিয়ে রাখতে পারেনি কুকুরটি। বুকের দুধ দিয়ে এই কদিনেই আপন করে নিয়েছে চারটি বাঘের ছানাকে। মায়ের অভাব মিটিয়ে চলেছে পালক মা। কয়েকদিনের মধ্যে ওদের দেওয়া হবে মাংসের টুকরো। চিড়িয়াখানা কর্মীদের আশা, সরমার দুধের জোরেই দ্রুত বড় হয়ে উঠবে ৪টি ব্যাঘ্রশাবক। কিন্তু সেদিন কি আর পালক মাকে চিনতে পারবে ওরা?

.