৮৬ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কার নৌ বাহিনী

১০টি মাছ ধরার নৌকা সহ প্রায় ৮৬ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কার নৌ বাহিনী। শ্রীলঙ্কার জলে তাদের বিরুদ্ধে চোরাশিকারের অভিযোগ আনা হয়েছে।

Updated By: Feb 27, 2015, 11:07 AM IST
 ৮৬ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কার নৌ বাহিনী

কলম্বো: ১০টি মাছ ধরার নৌকা সহ প্রায় ৮৬ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কার নৌ বাহিনী। শ্রীলঙ্কার জলে তাদের বিরুদ্ধে চোরাশিকারের অভিযোগ আনা হয়েছে।

শ্রীলঙ্কার নৌ বাহিনীর মুখপাত্র ইন্ডিকা সিলভা জানিয়েছেন গতকাল রাতে সে দেশের পূর্ব উপকূলের মুল্লাইথিভু অঞ্চল থেকে গ্রেফতার করা হয় এই মৎস্যজীবীদের।

গ্রেফতার হওয়া মৎস্যজীবীদের ত্রিনকোমালির পুলিসের হাতে তুলে দেওয়া হবে।

শ্রীলঙ্কার মৎস্যজীবীদের অভিযোগ সে দেশে নতুন সরকার আসার পর থেকে ভয়ানক ভাবে বেড়ে গেছে ভারতীয় মৎস্যজীবীদের বেআইনি মাছ শিকার।

শ্রীলঙ্কার মৎস্য দফতরের তরফ থেকে জানানো হয়েছে মৎস্যজীবীদের বিষয়ে দু'দেশের মধ্যে ৫ মার্চ যে আলোচনা হওয়ার কথা ছিল তা পিছিয়ে গেছে।

 

.