Sperm Donor: ৪৬টি সন্তানের বাবা, অন্তঃসত্ত্বা আরও ৯ মহিলা; বাস্তবের এই 'ভিকি ডোনার'কে চেনেন?

কে এই 'কীর্তিমান'!

Updated By: Apr 21, 2022, 07:55 PM IST
Sperm Donor: ৪৬টি সন্তানের বাবা, অন্তঃসত্ত্বা আরও ৯ মহিলা; বাস্তবের এই 'ভিকি ডোনার'কে চেনেন?

নিজস্ব প্রতিবেদন: একটা, দুটো নয়, বর্তমানে ৪৬টা সন্তানের বাবা তিনি। কয়েক মাসের মধ্য়েই তাঁর সন্তান প্রসব করবেন আরও ৯ জন মহিলা। আমেরিকা, ব্রিটেনে ছড়িয়ে রয়েছে তাঁর ঔরসজাত অসংখ্য ছেলে-মেয়ে।  

কে ইনি?

এই মহান 'কীর্তিমান'-এর নাম কইল গর্ডি (Kyle Gordy)। আমেরিকার ক্যালিফর্নিয়ার বাসিন্দা। পেশায় একজন স্পার্ম ডোনার (Sperm Donor)। সুস্থ-সবল সন্তানের জন্য ব্রিটেন এবং আমেরিকার বহু দম্পতি নাকি এখন তাঁর সঙ্গে যোগাযোগ করছেন। সম্প্রতি কেমব্রিজের একটি লেসবিয়ান দম্পতিকেও সাহায্য করেছেন তিনি। ২০১৪ সালে প্রথমবার স্পার্ম ডোনেট (Sperm Donor) করেন কইল গর্ডি (Kyle Gordy)। 

কইল জানান, এজন্য যথেষ্ট পরিশ্রম করতে হয়। শরীরের দিকে নজর রাখতে হয়। স্বাস্থ্যকর খাবার খেতে হয়। কোনও ধরনের জাঙ্ক ফুড স্পার্মকে খারাপ করতে পারে। যার সরাসরি প্রভাব পড়বে শিশুর শরীরে।   

কেলি'র গল্প শুনে অনেকেই আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) অভিনীত 'ভিকি ডোনার' (Vicky Donor) ছবিটার কথা টেনে এনেছেন। কারণ ওই ছবিতে একজন  স্পার্ম ডোনারের (Sperm Donor) ভূমিকাতেই অভিনয় করেছিলেন আয়ুষ্মান।  

.