বাংলাদেশে গ্রেফতার চার মহিলা জঙ্গি
বাংলাদেশে ধরা পড়ে গেল জামাত-উল-মুজাহিদিনের চার মহিলা জঙ্গি। সিরাজগঞ্জ জেলায় পুলিশের হাতে ধরা পড়েছে এই চার মহিলা জঙ্গি। সোংবার ভোর রাতে ওই জঙ্গি ডেরায় আচমকা হানা দেয় সিরাজগঞ্জ পুলিশ। জানা যাচ্ছে, এই চার মহিলাই আসলে জামতে মহিলাদের নিয়োগ করার কাজ করত। ধৃতদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম, গ্রেনেডের সেল এবং বেশ কিছু জেহাদি বই উদ্ধার হয়েছে।
ওয়েব ডেস্ক: বাংলাদেশে ধরা পড়ে গেল জামাত-উল-মুজাহিদিনের চার মহিলা জঙ্গি। সিরাজগঞ্জ জেলায় পুলিশের হাতে ধরা পড়েছে এই চার মহিলা জঙ্গি। সোংবার ভোর রাতে ওই জঙ্গি ডেরায় আচমকা হানা দেয় সিরাজগঞ্জ পুলিশ। জানা যাচ্ছে, এই চার মহিলাই আসলে জামতে মহিলাদের নিয়োগ করার কাজ করত। ধৃতদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম, গ্রেনেডের সেল এবং বেশ কিছু জেহাদি বই উদ্ধার হয়েছে।
আরও পড়ুন- পাকিস্তানে আমন্ত্রিত হতে পারেন অরুন্ধুতী রায়
উল্লেখ্যে, বেশ কিছুদিন ধরেই মূলত ঢাকার 'হোলি আর্টিজন' ক্যাফেতে হামলার পর থেকে বাংলাদেশ কার্যত কোমর বেঁধে নেমেছে জঙ্গি নিধনে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও জঙ্গি পাকরাও হচ্ছে পুলিস ও নিরাপত্তা বাহিনীর হতে। সোমবারের ঘটনা সেই তালিকাতেই সাম্প্রতিকতম সংযোজন।