গৃহযুদ্ধে অশান্ত দক্ষিণ সুদানে মৃত তিন ভারতীয়
গৃহযুদ্ধে অশান্ত দক্ষিণ সুদানে মৃত্যু হল তিন ভারতীয়ের। মৃতেরা প্রত্যেকেই শান্তিরক্ষা বাহিনীর সদস্য। জংলেইয়ের আকোবোতে রাষ্ট্রসঙ্ঘের ঘাঁটিতে এই হামলা চালানো হয়। বহু সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিলেন ওই আশ্রয় শিবিরে। সেখানে উপস্থিত শান্তিরক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে ৪৩ জন ভারতীয় ছিলেন। প্রায় দেড় থেকে দু-হাজার জনের একটি দল আচমকা হামলা চালায়। বিদ্রোহীরা স্থানীয় নুয়ের গোষ্ঠীর সদস্য বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন ভারতীয়ের। একথা জানিয়েছেন রাষ্ট্রসঙ্ঘে ভারতীয় রাষ্ট্রদূত অশোক মুখার্জি।
গৃহযুদ্ধে অশান্ত দক্ষিণ সুদানে মৃত্যু হল তিন ভারতীয়ের। মৃতেরা প্রত্যেকেই শান্তিরক্ষা বাহিনীর সদস্য। জংলেইয়ের আকোবোতে রাষ্ট্রসঙ্ঘের ঘাঁটিতে এই হামলা চালানো হয়। বহু সাধারণ মানুষ আশ্রয় নিয়েছিলেন ওই আশ্রয় শিবিরে। সেখানে উপস্থিত শান্তিরক্ষা বাহিনীর সদস্যদের মধ্যে ৪৩ জন ভারতীয় ছিলেন। প্রায় দেড় থেকে দু-হাজার জনের একটি দল আচমকা হামলা চালায়। বিদ্রোহীরা স্থানীয় নুয়ের গোষ্ঠীর সদস্য বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন ভারতীয়ের। একথা জানিয়েছেন রাষ্ট্রসঙ্ঘে ভারতীয় রাষ্ট্রদূত অশোক মুখার্জি।
আরও বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এখনও যাঁরা ওই সমস্ত অশান্ত এলাকায় রয়ে গেছেন, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার সবরকম চেষ্টা চলছে বলে রাষ্ট্রসঙ্ঘের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট সিলভা কিরের অভিযোগ, তাঁকে ক্ষমতা থেকে সরানোর চক্রান্ত চলছে। অভ্যুত্থানের আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। এরপর থেকেই সংঘর্ষে উত্তাল গোটা দেশ।