এক রাশ ভাইরাস! এবার সাইবার শঙ্কায় সিঁটিয়ে এশিয়া

ওয়েব ডেস্ক: আজ ফের বিশ্বজুড়ে হানা দিতে পারে সাইবার দস্যুরা। এবার আক্রান্ত হতে পারে ভারতসহ গোটা এশিয়া, বলছেন বিশেষজ্ঞরা। গত সপ্তাহে বিশ্বের দেড়শোটি দেশে একসঙ্গে হানা দেয় রানসামওয়্যার। বহু দেশের সরকারি ওয়েবসাইটগুলি থেকে তথ্য চুরি করা হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ব্রিটেনের স্বাস্থ্য পরিষেবা। জার্মানির রেল ব্যবস্থার ওয়েবসাইটও বিপর্যস্ত হয়ে পড়ে। চুরি যাওয়া তথ্য ফিরিয়ে দিতে কোটি কোটি টাকা মুক্তিপণও দাবি করে দস্যুরা। শনি ও রবিবার ছিল ছুটির দিন। তলে তলে দস্যুরা কী ক্ষতি করে রেখেছে তা যাচাই করা হয়নি। আজ থেকে ফের শুরু হচ্ছে বাণিজ্যিক সপ্তাহ। বিশেষজ্ঞদের আশঙ্কা, অনেকেই হয়তো অফিস কম্পিউটারে লগ ইন করে ধাক্কা খেতে পারেন। (আরও পড়ুন- বিশ্বের ১০০টি দেশে সাইবার অ্যাটাক)

English Title: 
2nd Phase of Cyber threats, Asia might be the target
News Source: 
Home Title: 

এক রাশ ভাইরাস! এবার সাইবার শঙ্কায় সিঁটিয়ে এশিয়া

এক রাশ ভাইরাস! এবার সাইবার শঙ্কায় সিঁটিয়ে এশিয়া
Yes
Is Blog?: 
No