বিশাল অজগরের হামলা রুখে সাপের মাংসে কেটে চড়ুইভাতি ইন্দোনেশিয়ায়
Updated By: Oct 4, 2017, 06:43 PM IST
ওয়েব ডেস্ক : আচমকাই এক ব্যক্তিকে আক্রমণ করে অজগর। আর অজগরের কামড়ের পর পরই ওই ব্যক্তি চিত্কার শুরু করলে, অন্যরা গিয়ে তাঁকে উদ্ধার করেন। এবং, তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। বর্তমানে ওই ব্যক্তির চিকিত্সা চলছে বলে খবর।
অবাক লাগছে শুনতে? সম্প্রতি ইন্দোনেশিয়ায় এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে, সম্প্রতি একটি ৭.৮ মিটার দীর্ঘ একটি অজগর ইন্দোনেশিয়ার গ্রামে ঢুকে পড়ে। এরপরই এক ব্যক্তিকে আক্রমণ করে ওই অজগরটি। চিত্কার শুনে আশপাশের লোকজন ছুটে এলে, ওই অজগরকে ধরে কেটে ফেলা হয় এবং সাপ কেটে তার মাংসে চড়ুইভাতি শুরু করে দেন স্থানীয়রা।
স্থানীয়দের কথায়, ওই অজগরটি কমপক্ষে ৭.৮ মিটার লম্বা ছিল। এরকম বিশাল অজগর তাঁরা দেখেননি বলেও মন্তব্য করেছেন অনেকে।