উত্তর ক্যালিফোর্নিয়াতে দাবানলে মৃত ২৩, নিখোঁজ শতাধিক
ওয়েব ডেস্ক : দাবানলের প্রকোপে উত্তর ক্যালিফোর্নিয়াতে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ২৩ জনের। নিখোঁজ শতাধিক। ৬৮ হাজার হেক্টর জমির ক্ষতি হওয়ার পাশাপাশি প্রায় সাড়ে তিন হাজার বাড়ি সম্পূর্ণভাবে ভষ্যিভূত হয়েছে। তীব্র হাওয়ার দাপটে আগুন নেভাতে সমস্যায় পড়েছে দমকল। ফলে, সমস্যা কমার বদলে ক্রমাগত তা বেড়েই চলেছে।
প্রসান্ত মহাসাগর উপকূলের দিক থেকে আসা 'সান্তা আনা' হাওয়ার দাপটে রবিবার রাতে আগুন লাগে ক্যালিফোর্নিয়ার উত্তর অংশের বনভূমিতে। মূলত, শুকনো ও গরম হাওয়া সান্তা আনা। আর তার জেরেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে আগুন লাগে বনাঞ্চলে। তারপর সেই আগুন ক্রমাগত ছড়িয়ে পড়তে থাকে প্রধান ভূখণ্ডের দিকে।
প্রশাসনের তরফে ইতিমধ্যেই সেখান থেকে কয়েক হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টাও চলছে।
আরও পড়ুন- ''যুদ্ধের সলতেয় আগুন দিয়েছেন ট্রাম্প, ফলও তাঁকেই ভুগতে হবে''