জনাকুড়ি যাত্রী নিয়ে হারিয়ে গেল ফ্লোরিডাগামী নৌকা

৮৪ ঘণ্টা ধরে ১৭ হাজার বর্গ মাইল ঢুঁড়ে ফেলেও কোনও লাভ হয়নি।

Updated By: Jan 5, 2021, 05:05 PM IST
জনাকুড়ি যাত্রী নিয়ে হারিয়ে গেল ফ্লোরিডাগামী নৌকা

নিজস্ব প্রতিবেদন: নিরুদ্দেশের পথে নৌকা। জনাকুড়ি যাত্রী-সহ Mako Cuddy Cabin vessel হারিয়ে গেল অজানায়। 

নৌকাটি  বিমিনি (the island of Bimini) ছেড়ে ১৩০ কিলোমিটার দূরের দক্ষিণ আমেরিকার লেক ওয়ার্থের (Lake Worth in the southern US state)দিকে যাচ্ছিল। নির্ধারিত সময়ের পরে আমেরিকা থেকে খবর আসে, নীল-সাদা রঙের ৯ মিটার লম্বা বোট এই  Mako Cuddy Cabin vessel সেখানে পোঁছয়নি। 

তখনই নড়েচড়ে বসে দুই দেশের প্রশাসন। দুই দেশই নেমে পড়ে সন্ধানযজ্ঞে। ৮৪ ঘণ্টা ধরে ১৭ হাজার বর্গ মাইল ঢুঁড়ে ফেলেও কোনও লাভ হয়নি। নৌকাযাত্রীদের ব্যবহৃত কোনও জিনিসপত্রও এই জলপথের কোথাও দেখা যায়নি। সব মিলিয়ে বিষয়টি নিয়ে ঘনঘোর রহস্য ছড়িয়েছে। 

Also Read: খিদে, অনাহার গিলে খেয়েছে ছোটবেলা (Childhood), সাত বছরের বাচ্চার ওজন সাত কেজি

.