সুইডেনে রেস্তোরাঁয় গুলির লড়াইয়ে মৃত ২, আহত ১৫

সুইডেনের এক রেস্তোরাঁয় বন্দুকবাজের হামলায় প্রাণ হারালেন দু'জন। আহত অন্তত ১৫। আহতদের মধ্যে ৩,৪ জনের অবস্থা অতন্ত আশঙ্কাজনক।

Updated By: Mar 19, 2015, 07:07 PM IST
 সুইডেনে রেস্তোরাঁয় গুলির লড়াইয়ে মৃত ২, আহত ১৫

স্টকহোম: সুইডেনের এক রেস্তোরাঁয় বন্দুকবাজের হামলায় প্রাণ হারালেন দু'জন। আহত অন্তত ১৫। আহতদের মধ্যে ৩,৪ জনের অবস্থা অতন্ত আশঙ্কাজনক।

বুধবার রাতে গোতেবোর্গের একটি রেস্তোরাঁয় হঠাৎ করেই গুলির লড়াই শুরু হয় কিছু ব্যক্তির মধ্যে। পুলিসের সন্দেহ দু'টি গ্যাংয়ের বিরোধের ফসল এই গুলির লড়াই।

দুই গ্যাংয়ের সঙ্গে সম্পর্কবিহীন সাধারণ মানুষও এই ঘটনায় আহত হয়েছেন।

পুলিস জানিয়েছেন ওই অঞ্চলটিতে এমনিতেই দুষ্কৃতী দলের তাণ্ডব চলে অহরহ।

মৃতদের দু'জনের বয়সই কুড়ির কোঠায়, দু'জনেই বিরোধী দুই দুষ্কৃতী গ্যাংয়ের সদস্য ছিল।

এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

১৯৯৫ সাল থেকে এই রেস্তোরাঁটি খোলে। শুক্র ও শনিবার এখানে একটি নাইট ক্লাব ও স্পোর্টস বার খোলা থাকে।

এই বছরের ৩০ জানুয়ারি তারিখ এই রেস্তোরাঁর বাইরে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। এই দুই ঘটনা সম্পর্কযুক্ত কিনা সে বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিস।

 

 

 

.