সুদানের কারখানায় ট্যাঙ্কার বিস্ফোরণে ১৮ জন ভারতীয়-সহ মৃত ২৩, আহত অন্তত ১৩০
এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৮ জনই ভারতীয় বলে বুধবার নিশ্চিত করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক।
নিজস্ব প্রতিবেদন: সুদানের সেরামিক কারখানায় ভয়াবহ ট্যাঙ্কার বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ২৩ জন। এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৮ জনই ভারতীয় বলে বুধবার নিশ্চিত করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক।
বুধবার সুদানের খারতৌমের বাহরি এলাকার একটি সেরামিক কারখানায় এলপিজি ট্যাঙ্কারে আচমকাই বিস্ফোরণ ঘটে। ওই দুৰ্ঘটনায় প্রায় ১৩০ জনের বেশি মানুষ আহত হন। দুৰ্ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন ১৬ জন ভারতীয়। পরে ভারতীয় দূতাবাস বুধবার জানায়, মৃতদের মধ্যে ১৮ জন ভারতীয় রয়েছেন। তবে মনে করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, এখনও পর্যন্ত অনেকের খোঁজ মিলছে না। তাছাড়া, অনেক ক্ষেত্রে অগ্নিদগ্ধ দেহগুলিকে শনাক্ত করতেও বেশ সমস্যা হচ্ছে।
FIRE INCIDENT : SEELA CERAMIC FACTORY, BAHRI, KHARTOUM
Reference trailing Advisory dated 03.12.2019 on the fire incident at the Seela Ceramic Factory, Bahri, Khartoum. As per latest reports, but so far not confirmed officially, 18 are dead. The status of others....contd..
— India in Sudan (@EoI_Khartoum) December 4, 2019
আরও পড়ুন: পার্ল হারবারে বন্দুকবাজের হামলা! নিহত ২, গুরুতর জখম অনেকে
জানা গিয়েছে, আহত ১৩০ জনের মধ্যে রয়েছেন আরও ৭ জন ভারতীয় যাঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজন। সুদান সরকারও এখনও পর্যন্ত এই ঘটনায় ২৩ জনের মৃত্যু আর ১৩০ জনের আহত হওয়ার ঘটনা স্বীকার করেছে।